অ-দিয়ে বাংলা প্রবাদসমূহ
আজকের পোস্ট থেকে আপনারা জানবেন প্রবাদ প্রবচন ।
- অই ছেরা তোর ডাটেঁর কথা- তোর মায় ফিনছে খাইল্যা পাতা।
- অকাজে বউড়ী দড়,লাউ কুটতে খরতর।
- অকাল গেল সুকাল এল, পাকল কাঁটাল কোষ, আজ বন্ধু ছেড়ে যাও, দিয়ে আমার দোষ।
- অকালে খেয়েছ কচু,মনে রেখ কিছু কিছু।
- অকালে না নোয় বাঁশ,বাঁশ করে ট্যাঁশ ট্যাঁশ।
- অকালে(আকালে) কি না খায়।
- অকালের তাল বড় মিষ্টি।
- অকেজো নাপিতের বোঝা ভরা খুর।
- অকেজো বউ লাউ কুটতে দড়।
- অকেজোর তিন কাজ বড়,ভোজন ক্রোধ নিদ্রা দড়।
- অগ্নি ব্যাধি ঋণ,তিনের রেখো না চিন(চিহ্ন)।
- অঘটির(আদেখলের) ঘটি হল,জল খেতে খেতে প্রাণটা গেল।
- অঙ্গারঃ শতধৌতেন মলিনত্বং ন মুঞ্চতি।
- অজগরের দাতা রাম(অজগর আহার সংগ্রহে অলস)।
- অজ্ঞানে করে পাপ,জ্ঞান হলে সরে, সজ্ঞানে করে পাপ,সঙ্গে সঙ্গে ফেরে।
- অজাযুদ্ধে ঋষিশ্রাদ্ধে প্রভাতে মেঘডম্বরে দম্পত্যোঃ কলহে চৈব বহ্বারম্ভে লঘুক্রিয়া।
- অজার যুদ্ধে আঁটুনি সার।
- অজীর্ণে ভোজনং বিষম্।
- অতি আশ সর্বনাশ।
- অতি চালাকের গলায় দড়ি অতি বোকার পায়ে বেড়ি।
- অতি প্রণয় যেখানে, নিত্য যাবে না সেখানে;যদি যাবে নিত্যি;ঘটবে একটা কীর্তি।
- অতি বড় ঘরণী না পায় ঘর; অতি বড় সুন্দরী না পায় বর।
- অতি বড় সোদর, তিন দিন করবে আদর।
- অতি বুদ্ধির গলায়(বা হাতে)দড়ি,অতি বোকার পায়ে বেড়ি।
- অতি বুদ্ধির হা-ভাত। অতি ভক্তি চোরের লক্ষণ।
- অতি বাড় বেড়ো নাকো ঝড়ে ভেঙে যাবে;অতি ছোট হয়ো নাকো ছাগলে মুড়াবে।
- অতি মন্থনে বিষ ওঠে।
- অতি মেঘে অনাবৃষ্টি।
- অতি লোভে তাঁতি নষ্ট।
- অতিদর্পে হতা লঙ্কা। অতিদানে বলির পাতালে হইল ঠাঁই।
- অদন্তের দাঁত হল, কামড় খেতে প্রাণটা গেল।
- অদন্তের হাসি, দেখতে(বড়) ভালবাসি।
- অদৃষ্টে করলা ভাতে, বীচি কচ কচ করে তাতে,পড়ল বীচি বুড়োর পাতে। অদৃষ্টের (কপালের) কিল পুতেও(পুত--ছেলে) কিলোয়।
- অদৃষ্টের ফল, কে খণ্ডাবে বল?
- অধিক (অনেক)সন্যাসীতে গাজন নষ্ট।
- অধিক খেতে করে আশা,তার নাম বুদ্ধি নাশা।
- অধিকং তু ন দোষায়।
- অনটনের দুনো ব্যয়।
- অন্তরে এত খলতা, মুখে তোর অতি শীলতা, অতি ভক্তি চোরের লক্ষণ।__দাশু রায়।
- অন্ধ জাগো, না, কিবা রাত্রি কিবা দিন।
- অন্ধকারে ঢেলা মারা বা ঢিল ছোঁড়া।
- অন্ধকারে লাউ কোটা।
- অন্ধের কিবা রাত কিবা দিন।
- অন্ধের নড়ি, কৃপণের কড়ি।
- অন্ন দেখে দেবে ঘি, পাত্র দেখে দেবে ঝি।
- অন্ন নাই যার ঘরে,তার মানে কি বা করে।
- অন্ন বল নেই,অগ্নিবল আছে।
- অন্ন বিনা চর্ম দড়ি,তৈল বিনা গায়ে খড়ি।
- অন্নচিন্তা চমৎকারা কাতরে কবিতা কুতঃ।
- অন্নচিন্তা চমৎকারা কালিদাস হয় বুদ্ধিহারা।
- অন্নচিন্তা চমৎকারা, ঘরে ভাত নাই জীয়ন্তে মরা।
- অন্নের জ্বালা বড় জ্বালা এক দিনে লাগে তালা।
- অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে।
- অনাথের দৈব সখা।
- অনাবৃষ্টে রাজ্য মজে,পাপে মজে ধর্ম;কোটালে গৃহস্থ মজে,আলস্যে মজে কর্ম।
- অনেক কালের ছি পাপ,ছেলে হল সতীনের বাপ।
- অনাহ্বানের নিমন্ত্রণ, না আঁচালে বিশ্বাস নেই।
- অনেক খাবে তো অল্প খাও,অল্পখাবে তো অনেক খাও।
- অনেক গর্জনে ফোঁটা বৃষ্টি।
- অনেক সন্যাসীতে গাজন নষ্ট।
- অনেক হল পাপ, এবার ছাড়ো বাপ।
- অনেক(অগাধ) জলের মাছ।
- অপব্যয়ে লক্ষ্মী ছাড়ে।
- অবংশো পতিতো রাজা মূর্খ পুত্রশ্চ পণ্ডিতঃ, অধনশ্চ ধনং প্রাপ্য তৃণবন্মন্যতে জগৎ।
- অবুঝে বুঝাব কত,বুঝ নাহি মানে;ঢেঁকিরে বুঝাব কত,নিত্য ধান ভানে। অবোধারে মারে বোধায়,বোধারে মারে খোদায়।
- অব্রাহ্মণের দীর্ঘ ফোঁটা।
- অবলার মুখে বল।
- অবস্থা বুঝে ব্যবস্থা।
- অবাক্ ক‘ল্লে নাকের নথে,কাজ কি আমার কানবালাতে।
- অবাক কল্লি ভবি(রাধা),অম্বলে দিলি আদা।
- অবাক্ কলির অবতার,ছুঁচোর গলায় চন্ত্রহার।
- অবোধের(পাগলের) গোবধে আনন্দ[গো বধ মহাপাপ]।
- অবোলা বলে দড়, অফলা ফলে দড়।
- অভদ্রা বরষা কাল,হরিণী চাটে বাঘের গাল।
- অভ্যাস দোষ না ছাড়ে চোরে, শূন্য ভিটায় মাটি খোঁড়ে।
- অভ্যাসে সয়, অনভ্যাসে নয়।
- অভাগা চোর যে বাড়ি যায়, হয় কুকুর ডাকে নয় রাত পোহায়।
- অভাগা যদ্যপি(যেদিকে) চায়, সাগর শুকায়ে যায়।
- অভাগার ঘোড়া মরে, ভাগ্যবানের বউ মরে।
- অভাগার নাই যম, বা অভাগার যমও নাই।
- অভাগিনীর দুটো(দুই)পুত, একটা দানা একটা ভূত।
- অভাবে স্বভাব নষ্ট।
- অভাবে স্বভাব নষ্ট মুখ নষ্ট বরণে(ব্রণে),ঝরায় ক্ষেত নষ্ট স্ত্রী নষ্ট মারণে(মারধর) করলে।
- অমাবস্যার প্রদীপ টিপ টিপ করে।
- অমুকের পোলায় এস পি হইছে- তয় পাওয়ার কম।
- অমৃত-বা কি পদার্থ, খেয়ে দেখি জল।
- অমৃতং বালভাষিতম্।
- অর্থই অনর্থের মূলে।
- অরসিকেষু রসস্য নিবেদনম্।
- অরাধুনীর হাতে পড়ে রুই মাছ কাঁদে, না জানি রাধুনী মোর কেমন করে রাঁধে।
- অরুচির অম্বল শীতের কম্বল বর্ষার ছাতি ভট্চায্যির পাঁতি(পুথি)।
- অলক্ষীর নিদ্রা বেশি, কাঙালের ক্ষুধা বেশি।
- অলকা তিলকা(=অঙ্গরাগ) সার। অলক্ষীর দ্বিগুণ ক্ষিদে।
- অল্প জলের পুঁটি মাছ ফর ফর করে।
- অল্প বৃষ্টিতে কাদা হয়,বেশি বৃষ্টিতে সাদা হয়।
- অল্প শোকে কাতর,অধিক শোকে পাথর।
- অল্পবিদ্যা ভয়ংকরী।
- অলাভের বাণিজ্যে কচকচি সার।
- অশথের ছায়াই ছায়া,মায়ের মায়াই মায়া।
- অশ্বত্থামা হত ইতি গজ।
- অস্থানে তুলসী,অপাত্রে রূপসী।
- অসারে জল সার।
- অসারের তর্জনগর্জন সার।
- অহংকারে গদগদ ভূমিতে না পড়ে পদ।