রিদওয়ান নামের অর্থ কি? Ridwan name meaning in bengali
রিদওয়ান নামটি বেশ আধুনিক একটি নাম হওয়ায় অনেকেই শখ করে তাদের মেয়ের নাম “সুনাইরা” রেখে থাকে। আপনার প্রিয় ছেলে সন্তানের জন্য রিদওয়ান নামটি চুড়ান্ত করার আগে দেখে নিন Ridwan নামটির ইসলামিক ও আরবি অর্থ।সম্পূর্ন পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন এবং জেনে নিন Ridwan – রিদওয়ান নাম সম্পর্কিত আপনার প্রয়োজনীয় তথ্যটি।
ছেলেদের চমৎকার একটি নাম হলো রিদওয়ান। সন্তানের জন্য যদি এই নামটি পছন্দ করে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আজ আমরা আপনাদের জানাবো রিদওয়ান নামের অর্থ কি, রিদওয়ান নামটি সন্তানের জন্য রাখা যাবে কিনা, এটি দিয়ে কি কি নাম রাখতে পারেন ইত্যাদি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
রিদওয়ান নামের অর্থ কি?
রিদওয়ান (رضوان) নামটি আরবি ভাষার একটি শব্দ। এর অর্থ খুবই চমৎকার। রিদওয়ান নামের বাংলা ও ইসলামিক অর্থ হলোঃ সন্তুষ্টি, আল্লাহর প্রতি আনুগত্য ও তাকওয়া অবলম্বন করা, আল্লাহর সন্তুষ্টি ও গ্রহণযোগ্যতা অর্জন করা ইত্যাদি।
রিদওয়ান শব্দটিকে আরবিতে রিজওয়ান নামেও উচ্চারণ করা হয়। তাই রিদওয়ান ও রিজওয়ান অর্থ একই।
রিদওয়ান কি ইসলামিক নাম?
রিদওয়ান নামটি কোরআন থেকে নেওয়া একটি নাম। পবিত্র কোরআন মাজিদে রিদওয়ান শব্দটি সরাসরি ১৩ বার উল্লেখ রয়েছে। এর অর্থও খুবই ভালো। তাই এই নামটি মুসলিমদের জন্য রাখতে কোন সমস্যা নেই। এটি একটি ইসলামিক নাম।
مُحَمَّدٌ رَّسُوۡلُ اللّٰهِ ؕ وَ الَّذِیۡنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَی الۡکُفَّارِ رُحَمَآءُ بَیۡنَهُمۡ تَرٰىهُمۡ رُکَّعًا سُجَّدًا یَّبۡتَغُوۡنَ فَضۡلًا مِّنَ اللّٰهِ وَ رِضۡوَانًا ۫ سِیۡمَاهُمۡ فِیۡ وُجُوۡهِهِمۡ مِّنۡ اَثَرِ السُّجُوۡدِ ؕ ذٰلِکَ مَثَلُهُمۡ فِی التَّوۡرٰىۃِ ۚۖۛ وَ مَثَلُهُمۡ فِی الۡاِنۡجِیۡلِ ۚ۟ۛ کَزَرۡعٍ اَخۡرَجَ شَطۡـَٔهٗ فَاٰزَرَهٗ فَاسۡتَغۡلَظَ فَاسۡتَوٰی عَلٰی سُوۡقِهٖ یُعۡجِبُ الزُّرَّاعَ لِیَغِیۡظَ بِهِمُ الۡکُفَّارَ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ مِنۡهُمۡ مَّغۡفِرَۃً وَّ اَجۡرًا عَظِیۡمًا ﴿۲۹
সূরাঃ আল-ফাতহ, আয়াতঃ ২৯
اِعۡلَمُوۡۤا اَنَّمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَا لَعِبٌ وَّ لَهۡوٌ وَّ زِیۡنَۃٌ وَّ تَفَاخُرٌۢ بَیۡنَکُمۡ وَ تَکَاثُرٌ فِی الۡاَمۡوَالِ وَ الۡاَوۡلَادِ ؕ کَمَثَلِ غَیۡثٍ اَعۡجَبَ الۡکُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ یَهِیۡجُ فَتَرٰىهُ مُصۡفَرًّا ثُمَّ یَکُوۡنُ حُطَامًا ؕ وَ فِی الۡاٰخِرَۃِ عَذَابٌ شَدِیۡدٌ ۙ وَّ مَغۡفِرَۃٌ مِّنَ اللّٰهِ وَ رِضۡوَانٌ ؕ وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰
সূরাঃ আল-হাদীদ, আয়াতঃ ২০
রিদওয়ান নামের অর্থ কি
রিদওয়ান নামের বাংলা অর্থ কি
রিদওয়ান নামটি রাখা যাবে কি?
রিদওয়ান নামটি খুবই সুন্দর ও ইসলামিক নাম। এর অর্থও ইসলামের সাথে সংহতিপূর্ণ। তাই এই নামটি মুসলিমদের জন্য রাখতে কোন সমস্যা নাই। মুসলিমরা রিদওয়ান নামটি তাদের পুত্র সন্তানের জন্য রাখতে পারবেন।
নামের বানানের ভিন্নতা
বাংলা | ইংরেজি |
রিদওয়ান, রেদোয়ান, রেদওয়ান | Ridwan |
রিদওয়ান কি ছেলেদের নাম নাকি মেয়েদের নাম?
রিদওয়ান নামটি ছেলেদের নাম। যেকোন মুসলিম ছেলে সন্তানের নাম রিদওয়ান রাখা যাবে। রিদওয়ান দিয়ে কি কি নাম রাখা যেতে পারে তার ধারণা পেতে এই পোস্টের নিচের অংশে দেখুন।
রিদওয়ান ইংরেজি বানান
রিদওয়ান নামের সঠিক ইংরেজি বানান হলোঃ Ridwan.
রিদওয়ান দিয়ে আপনার শিশুর জন্য কিছু ভালো নাম |
|
রিদওয়ান নামের বিখ্যাত ব্যক্তি ও বিষয়
রিদওয়ান নামের তেমন কোন বিখ্যাত ব্যক্তি নেই। তবে আগেই বলেছি রিদওয়ান এর আরেক উচ্চারণ রিজওয়ান। মোহাম্মাদ রিজওয়ান নামের পাকিস্তানের একজন ক্রিকেটার রয়েছেন।
রিদওয়ান নামের ছেলেরা কেমন হয়?
রিদওয়ান নামের ছেলেরা নামের প্রভাবে ধার্মিক হতে পারে। তারা মনে প্রাণে ধর্মকে লালল পালন করে ও মেনে চলে। তারা কাজে কর্মেও অন্যদের থেকে এগিয়ে থাকে।