বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজনৈতিক সংগ্রাম
বঙ্গবন্ধু রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ৫৫ বছর ( ১৯২০-১৯৭৫)
মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সংগ্রাম, কারাবাস
মহান নায়কের ৫৫ বছর ( ১৯২০-১৯৭৫) ১৯২০ সালের ১৭ মার্চ ফরিদপুর জেলার গোপালগজ্ঞ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে জম্ম গ্রহন করেন। শেখ লুৎফর রহমান ও মোসাম্মাৎ সাহারা খাতুন দম্পতির তৃতীয় সন্তান শেখ মুজিবুর রহমান। ঐ দম্পতির চার মেয়ে দুই ছেলে। শেখ মুজিবের ডাক নাম ছিল খোকা। তার দাদার নাম ছিল শেখ আবদুল হামিদ। শেখ মুজিবুর রহমানের বাবা এবং চাচা দুই জন এন্ট্রাস পাশ ছিলেন। শেখ মুজিবের ছোট দাদা শেখ আবদুর রশিদ ঐ এলাকায় প্রথম ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন। পরে সেটি হাই স্কুল পর্যন্ত উন্নিত হয় । স্কুলটি আজও আছে। টুঙ্গিপাড়া ছিল মধুমতি নদীর পাড়ে। অন্য পাড়ে খুলনা।
ফরিদপুর, গোপালগজ্ঞ এলাকায় “শেখ” বংশ সুপরিচিত ছিল। শেখ বোরহানউদ্দিন এ বংশের গোড়া পত্তন করেন। শেখ বংশ এক সময় বিত্তশালী থাকলেও পরে আর্থিক অবস্থা খারাপ হয়। এসব ঘটনা নিয়ে ঐ অঞ্চলের চারণ কবিরা তখন গান বাধতো, গান গাইতো। শেখ বোরহান উদ্দিনের দুই ছেলে ছিল। শেখ কুদরতউল্লাহ এবং শেখ একরামউল্লাহ। জমিদারির সাথে সাথে এরা ব্যাবসাও করতো। কুদরতউল্লাহ ব্যাবসা এবং সংসার দেখাশুনা করতেন। ছোট ভাই একরামউল্লাহ জমিদারির আচার বিচার করতেন।
১৯২৭ সালে ৭ বছর বয়সে শেখ মুজিবুর রহমান গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন ।
১৯২৯ সালে গোপালগজ্ঞ পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। পরে স্থানীয় মিশনারী স্কুলে ভর্তি হন।
১৯৩৪ সালে ১৪ বছর বয়সে, সপ্তম শ্রেনীতে পড়া অবস্থায় শেখ মুজিবুর রহমান বেরিবেরি রোগে আক্রান্ত হলে তার হার্ট দুর্বল হয়ে পড়ে। কলকাতার তৎকালীন স্বনামধন্য ডা. শিবপদ ভট্টাচার্য, এ.কে. রায়ের কাছে চিকিৎসা নেন। এভাবে প্রায় দু’বছর চিকিৎসা চলে।
১৯৩৬ সালে তিনি চোখের রোগে আক্রন্ত চক্ষু চিকিৎসার জন্য আবার কলকাতা যান। কলকাতায় তিনি ড. টি. আহমেদকে দেখান। পরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই তার দুচোখের আপরেশন হয় এবং তখন থেকেই চশমা ব্যাবহার শুরু করেন।
১৯৩৭ সালে তিনি আবার পড়া লেখা শুরু করেন। মাঝখানে প্রায় চার বছর তার পড়া লেখা এক ধরনের বন্ধই ছিল। তাকে গোপালগজ্ঞ মিশন স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। সেখানে পড়ালেখার সাথে সাথে “মুসলিম সেবা সমিতি”তে কাজ করতেন। প্রতি রবিবার দল বল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাল চাইতেন থলি নিয়ে । এ চাল বিক্রির টাকায় দ্ররিদ্র শিক্ষার্থিদের বই এবং পরীক্ষার খরচ দেওয়া হতো।
১৯৩৮ সালে গোপালগজ্ঞে তৎকালীন প্রধানমন্ত্রী শেরে বাংলা এ.কে. ফজলুল হক এবং শ্্রম মন্ত্রী শহীদ সোহরাওয়ার্দী আসেন। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু সেচ্ছাসেবক বাহিনী গঠণ করেন এবং তার নেতৃত্ব দেন।
হিন্দু –মুসলমান কোন্দলে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়ে প্রথমবার জেলে যান।
১৯৩৯ সালে শেখ মুজিবুর রহমান কলকাতায় বেড়াতে যান। সেখানে রাজনৈতিক নেতাদের সাথে তার আলাপ আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় ছাত্রলীগ এবং মুসলিম লীগ গঠনের। সেখানেই মুজিব ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৪১ সালে মেট্রিক পরীক্ষার আগের দিন তিনি জ্বর এবং মামসে আক্রান্ত হন। ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে সিক বেডে শুয়ে তিনি পরীক্ষা দেন।
পরীক্ষা শেষ হওয়ার পরপরই বঙ্গবন্ধু মাদারীপুর যান এবং সেখানে মুসলিম ছাত্রলীগ গঠন করেন।
ফরিদপুরে ছাত্রলীগের কনফারেন্স উপলক্ষে কবি গণ্যমান্য ব্যাক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এদের ভিতর ছিলেন কবি কাজী নজরুল ইসলাম, হূমায়ূন কবীর, ইব্রাহীম খাঁ । কিন্তু পুলিশ সেখানে ১৪৪ ধারা জারি করে। পরে কনফারেন্স অনুষ্ঠিত হয় হুমায়ূন কবির সাহেবের বাড়ীতে। সেখানে নজরুল সংগীত পরিবেশন করেন।
১৯৪২ সালে বঙ্গবন্ধু এন্ট্রাস (প্রবেশিকা) পরীক্ষায় উত্তীর্ণ হন। এই বছরেই কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। এই কলেজের বেকার হোষ্টেলের ২৪নম্বর কক্ষে তিনি থাকতে শুরু করেন।
জিন্নাহ প্রাদেশিক মুসলিমলীগের সম্মেলনে যোগ দিতে পাবনা জেলার সিরাজগজ্ঞ মহাকুমায় আসেন। এ সময় বঙ্গবন্ধুর সাথে শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্টতা আরও গাড় হয়।
ঐ বছর বঙ্গবন্ধুর আনুষ্ঠানিক ফুলশয্যা হয়। যদিও তার বিয়ে হয় বার/তের বছর বয়সে। আর কনের বয়স ছিল তিন বা চার।
১৯৪৩ সালে শেখ মুজিব প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের সদস্য হন। খাজা নাজিমুদ্দীন সে বছর প্রধানমন্ত্রী হয়ে তার ছোট ভাই খাজা শাহাবুদ্দীনকে শিল্পমন্ত্রী করেন। বঙ্গবন্ধু তার দলবল নিয়ে এর প্রতিবাদ করেন। ঐ বছর শুরু হয় ভয়াবহ দুর্ভিক্ষ। তিনি কলকাতায় লঙ্গরখানায় কাজ শুরু করেন। পরে গোপালগজ্ঞ আসেন রিলিফের কাজ করার জন্য।
এ বছর চট্টগ্রাম জেলার মুসলিম লীগ ও ছাত্রলীগের কর্মীদের সাখে তার বন্ধুত্ব হয়। এদের ভিতর ছিলেন এম. এ.আজিজ, জহুর আহমেদ চৌধুরী, ডা. সুলতান আহমেদ প্রমূখ।
১৯৪৪ ছাত্রলীগের বাৎসরিক সম্মেলনের প্রস্তুতি নেন। এ বছর শহীদ সোহরাওয়ার্দী সাহেবের সাথে বঙ্গবন্ধুর কিছুটা মনোমালিন্য হয় এবং তাৎক্ষনিক তা মিটেও যায়। কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদান করেন। এই বছরই ফরিদপুর ডিষ্টিক্ট এসোসিয়েশনের সম্পাদক নিযুক্ত হন।
১৯৪৫ সালের প্রথম থেকে ১৯৪৬ সালে অনুষ্ঠিতব্য ভারত ভাগের নির্বাচনে জড়িয়ে পড়েন। এ বছর বাধ্য হয়ে বিনা প্রতীদ্বন্দ্বিতায় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৪৬ সালের বেশির ভাগ সময় বঙ্গবন্ধুর কেটেছে “পাকিস্তান দাবী” নিয়ে। এ সময়ে তাদের আলোচনা, আড্ডার জায়গা ছিল “মিল্লাত” পত্রিকার অফিস। কখনও কখনও তারা রাতেও সেখানে থেকে যেতেন। এ সময় তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন।
১৯৪৭ সালে বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ থেকে রাষ্ঠ্রবিজ্ঞান ও ইতিহাসে ব্যাচেলর ডিগ্রী লাভ করেন।
১৯৪৮ সালে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। এ বছর ৪ জানুয়ারীতে তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ভারত ভাগের কারণে কলকাতায় ভয়াবহ দাঙ্গা শুরু হয়। দাঙ্গা প্রতিরোধে তিনি অগ্রনী ভূমিকা পালন করেন।
ঐ বছর উর্দুর সাথে সাথে বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবীতে ছাত্ররা আন্দোলন শুরু করে । ২৩ ফেব্রয়ারি প্রধানমন্ত্রী খাজা নজিমুদ্দিন আইন পরিষদে পূর্ব পাকিস্তানের জনগন উর্দুকে রাষ্ট্র ভাষা হিসেবে মেনে নেবে বলে বক্তব্য দিলে প্রতিবাদের ঝড় ওঠে। গঠিত হয় সর্বদলীয় “ রাষ্ট্র বাংলা সংগ্রাম পরিষদ” গঠিত হয় । ১১ মার্চ কে ঘোষনা করা হয় মাতৃ ভাষা দিবস । মাতৃভাষার পক্ষে জনমত গঠনের জন্য তিনি বিভিন্ন জেলায় ছাত্র সভা করেন। দৌলতপুরে মুসলিম লীগ সমর্থকরা এ দাবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে সভা স্থলে মারামারি করে।
১১ মার্চ ঢাকা হয়ে উঠে উত্তাল । বঙ্গবন্ধুকে সিটি এসপি তার জীপ নিয়ে তাড়া করে গ্রেফতারের জন্য। পরে সন্ধ্যার দিকে প্রায় ৭০/৭৫ জন সহ তিনি গ্রেফতার হন। তাকে রাখা হয় ৪ নং ওয়ার্ডে। ১৫ তারিখ তাকে ছেড়ে দেওয়া হয়।
ঐ বছরের ১১ ফরিদপুরের কর্ডন প্রথার বিরুদ্ধে আন্দোলন করার জন্য বঙ্গবন্ধু আবার গ্রেফতার হন।
১৯৪৯ সালের ২১ জানুয়ারী বঙ্গবন্ধু জেল থেকে ছাড়া পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দাবি-দাওয়া আদায়ের উদ্দেশ্যে ধর্মঘট ঘোষণা করলে এ ধর্মঘটের প্রতি সমর্থন জানান। কর্মচারীরা এ আন্দোলনে নেতৃত্ব দেয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিক ভাবে জরিমানা করে। তিনি এ অন্যায় নির্দেশ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন । ২০ এপ্রিল উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করার সময় গ্রেফতার হন ।
২৩ জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এবং জেলে থাকা অবস্থায় এ দলের যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন। ২৭ জুলাই বঙ্গবন্ধু জেল থেকে মুক্তিপান। মুক্তি পেয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিরে না গিয়ে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হন।। দেশে বিরাজমান প্রকট খাদ্য সংকটের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে থাকেন। সেপ্টেম্বরে ১৪৪ ধারা ভঙ্গের দায়ে গ্রেফতার হন এবং পরে মুক্তি পান। অক্টোবরে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের সভায় নূরুল আমিনের পদত্যাগ দাবী করেন। এর অব্যবহিত পরে অক্টোবরের শেষ দিকে লিয়াকত আলী খানের কাছে একটি প্রতিনিধি দল নিয়ে যাওয়ার জন্য ভাসানীর সঙ্গে পুনরায় গ্রেফতার হন।
১৯৫০ সালের ১ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের আগমন উপলক্ষে আওয়মী মুসলিম লীগ ভুখা মিছিল বের করে। এই মিছিলে নেতৃত্ব দেবার সময় শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। ১ জানুয়ারী গ্রেফতার হওয়ার পর বিপ্লবী মুজিবুর রহমান প্রায় আড়াই বছর জেল খাটেন।
১৯৫১ সালে কারাগারে বঙ্গবন্ধু অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ঢাকা জেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা হয়। ঢাকা মেডিকেল কলেজে তার চোখের চিকিৎসার দায়িত্বে ছিলেন ক্যাপটেন লস্কর। আর হার্টের চিকিৎসক ছিল ডা. শামসুদ্দিন।
১৯৫২ সালের প্রথম থেকেই ভাষা আন্দোলন দানা বাধতে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বন্ধী থাকা অবস্থায় মুজিবুর রহমান রাতে গোপনে ভাষা আন্দোলন নিয়ে মিটিং করতেন। এমন এক মিটিং এ সিধান্ত হয় ২১ ফেব্রুয়ারী রাষ্ট্র ভাষা দিবস পালন করা হবে। সরকার শেখ মুজিবুর রহমানের এ সব গোপন রাজনৈতিক কর্মকান্ড টের পেয়ে তাকে আবার জেলে ফেরত পাঠায়। কারাগর থেকে ১ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু সরকারের কাছে মুক্তির জন্য চিঠি পাঠান। তিনি চিঠিতে জানান তাকে মুক্তি দেওয়া না হলে তিনি ১৬ ফেব্রুয়ারী থেকে অণশনে যাবেন। জেল কতৃপক্ষ তাকে অনশন না করার অনুরোধ করলে তিনি উত্তর দেন : ছাব্বিশ/সাতাশ মাস বিনা বিচারে বন্দি রেখেছেন। কোন অন্যায়ও করি নাই। ঠিক করেছি জেলের বাইরে যাবো, হয় আমি জ্যান্ত অবস্থায় যাবো না হয় মৃত অবস্থায় যাবো।
তিনি টানা অনশন করেন। ১৯৫২ সালের ২৭ ফেব্রুয়ারী তিনি দীর্ঘ কারাবাসের পর জেল থেকে ছাড়া পান। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে তাকে স্ট্রেচচারে করে বের করা হয়।
১৯৫৩ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে তিনি দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার লক্ষে মওলানা ভাসানী, এ কে ফজলুল হক ও শহীদ সোহ্রাওয়ার্দীর মধ্যে ঐক্যের চেষ্টা হয়। এইলক্ষে দলের বিশেষ কাউন্সিল ডাকা হয় এবং এতে যুক্তফ্রন্ট গঠনের প্রস্তাব গৃহিত হয়।
১৯৫৪ সালের ১০ মার্চ প্রথম সাধারণ নির্বাচনে ২৩৭টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে । শেখ মুজিব গোপালগঞ্জের আসনে মুসলিম লীগের প্রভাবশালী নেতা ওয়াহিদুজ্জামানকে ১৩ হাজার ভোটে পরাজিত করে নির্বাচিত হন। ১৫ মে প্রাদেশিক সরকারের কৃষি ও বনমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। ২৯ মে কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রীসভা বাতিল করে দেয়। ৩০ মে করাচী থেকে ঢাকায় ফিরে গ্রেফতার হন। ২৩ ডিসেম্বর তিনি মুক্তিলাভ করেন।
১৯৫৫ সালের ৫ জুন বঙ্গবন্ধৃ গণপরিষদের সদস্য নির্বাচিত হন। পূর্ব বাংলা নামের পরিবর্তে পূর্ব পাকিস্তান নামকরনের বিরোদ্ধে তিনি সোচ্চার হন। ২১ অক্টোবর আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে “মুসলিম” শব্দটি বাদ দেওয়া হয়। বঙ্গবন্ধু আবারও পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
১৯৫৬ সালের ১৪ জুলাই আওয়ামীলীগের সভায় সামরিক বাহিনীর প্রতিনিধিত্বের বিরোধীতা করে বঙ্গবন্ধু প্রস্তাব আনেন। ৪ সেপ্টেম্বর ১৪৪ ধারা ভঙ্গ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে ভূখা মিছিল বের হয়। চক বাজার এলাকায় মিছিলে গুলি চালালে তিন জন মারা যান। ১৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নিতী দমন এবং ভিলেজ এইড দপ্তরের মন্ত্রী হন।
১৯৫৭ সংগঠনকে সুসংগঠিত করতে দলীয় সিদ্ধান্ত অণুযায়ী বঙ্গবন্ধু মন্ত্রী সভা থেকে পদত্যাগ করেন ৩০ মে। ২৪ জুন ধেকে ১৩ জুলাই পর্যন্ত তিনি চীণ সফর করেন।
১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তান সরকার সকল ধরনের রাজনিতী নিষিদ্ধ করে। ১১ অক্টোবর শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। প্রায় চৌদ্দ মাস জেল খেটে ছাড়া পাওয়ার পর বঙ্গবন্ধু আবার জেল গেটেই গ্রেফতার হন।
১৯৬০ সালে ৭ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করের মুজিব জেল থেকে মুক্তি পান।
১৯৬১ সালে ছাত্র নেতৃবৃন্দ সাথে নিয়ে “স্বাধীণ বাংলা বিপ্লবী পরিষদ ও গোপন সংগঠন নিউক্লিয়াস গঠন করেন।
১৯৬২ সালের ৬ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু জননিরাপত্তা আইনে গ্রেফতার হন।
জুন মাসের দুই তারিখে চার বছরের সামরিক শাসনের অবসান হলে শেখ মুজিব ১৮ জুন জেল থেকে মুক্তি পান। ৫ জুলাই পল্টন ময়দানে বঙ্গবন্ধু আইয়ুব সরকারের কঠোর সমলোচনা করে বক্তৃতা দেন। ২৪ সেপ্টেম্বর তিনি লাহোর যান । সেখানে শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে বিরোধী দলীয় মোর্চা জাতীয় গণতান্ত্রিক ফ্র্রন্ট গঠিত হয়। অক্টোবর মাসে গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষে জনমত গঠনের লক্ষে শহীদ সোহরাওয়ার্দীর সাথে বাংলাদেশ ঘুরে বেড়ান।
১৯৬৩ সালে লন্ডনে চিকিৎসাধীন সোহরাওয়ার্দীর সাথে পরামর্শ করার জন্য শেখ মুজিব লন্ডন যান।
১৯৬৪ সালের জানুয়ারীতে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা হয়। এ সময় থেকে ভোটের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের দাবী উঠতে থাকে। মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ সভাপতি এবং শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১১ মার্চ শেখ মুজিবের নেতৃত্বে দাঙ্গা প্রতিরোধ কমিটি গঠিত হয়। ঐ বছর রাষ্ট্রপতি নির্বাচনের আগে আগে মুজিব গ্রেফতার হন।
১৯৬৫ সালে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রদ্রোহী মামলায় এক বছরের দন্ড প্রাপ্ত হন। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারী লাহোরে বিরোধী দল সমুহের জাতীয় সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা দাবী পেশ করেন। ১ মার্চ শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ৬ দফার পক্ষে বাংলাদেশেরে আনাচে কানোচে জনসংযোগ শুরু করেন। ১৯৬৬ সালের প্রথম তিন মাসে বঙ্গবন্ধু আটবার গ্রেফতার হন। ৮ মে নারায়নগজ্ঞ পাটকল শ্রমিকদের জনসভায় বক্তৃতা শেষে তাকে আবার গ্রেফতার করা হয়। ৭ জুন বঙ্গবন্ধু ও আটক অন্যান্য নেতাকর্মীর মুক্তির দাবীতে সারাদেশে ধর্মঘট চলাকালীন সময়ে ঢাকা, নারায়নগজ্ঞ, টঙ্গীতে পুলিশের গুলিতে ১১ জন শ্রমিক নিহত হন।
১৯৬৮ সালের জানুয়ারী মাসের তিন তারিখে বঙ্গবন্ধুকে এক নম্বর আসামী করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। ১৭ জানুয়ারী শেখ মুজিব জেল থেকে ছাড়া পান এবং গেটেই আবার গ্রেফতার হন।১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয়।
১৯৬৯ আগর তলা ষড়যন্ত্র মামলার বিরোদ্ধে বাংলাদেশ ব্যাপী বিক্ষোভের কারণে ১ ফেব্রুয়ারী গোল টেবিল বৈঠকের ঘোষনা দেয় এবং বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দেওয়ার ঘোষনা দেয় । বঙ্গবন্ধু ঘৃণার সাথে এ প্রস্তাব ফিরিয়ে দেন । ২২ ফেব্রুয়ারী গণ অভ্যুথানের কারণে সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে এবং আগরতলা ষড়যন্ত্র মামলার সকল আসামীকে মুক্তি দিতে বাধ্য হয়। ২৩ ফেব্রুয়ারী রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুকে সংবধর্ণার আয়োজন করা হয়। প্রায় ১০ লাখ ছাত্র জনতার এই সংবর্ধনা অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিক ভাবে “বঙ্গবন্ধু” উপাধিতে ভূষিত করা হয়।
১০ মার্চ বঙ্গবন্ধু রাওয়ালপিন্ডিতে আইয়ুব খানের গোল টেবিল বৈঠকে অংশ গ্রহন করে আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্র সমাজের ১১ দফা উপস্থাপন করেন।১৩ মার্চ বঙ্গবন্ধু গোল টেবিল বৈঠক ত্যাগ করেন তার দাবী না মানার কারণে। তিনি ১৪ মার্চ ঢাকায় ফিরে আসেন।৫ ডিসেম্বর বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের বদলে বাংলাদেশ ডাকার ঘোষনা দেন।
১৯৭০ সালের ৬ জানুয়ারী বঙ্গবন্ধু আবারও আওয়ামী লীগের সভাপতি নির্বচিত হয়। ৭ জুন রেসকোর্স জনসভায় বঙ্গবন্ধু ৬ দফার আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য জনগনের প্রতি আহ্ববান জানান । ১৭ অক্টোবর আওয়ামী লীগের প্রতীক হিসাবে নৌকা প্রতীক নির্ধারিত হয়। ১২ নভেম্বর গোর্কিতে ঝড়ে ১০ লক্ষ্যাধিক মানুষ মারা গেলে বঙ্গবন্ধু নির্বাচনি প্রচারণা বাদ দিয়ে দুর্গত এলাকায় চলে যান। ১৯৭০ এর ৭ ডিসেম্বর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের ১৬৯ টি আসনের ভিতর ১৬৭ আসন এবং প্রাদেশিক পরিষদের ৩০০ টি আসনের ভিতর ২৮৮ টি আসনে জয় লাভ করে।
১৯৭১ সালের ৩ জানুয়ারী রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ করান।এরপর শুরু হয় তৎকালীন পাকিস্তান সরকারের টালবাহানা। ৩ মার্চ বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশে হরতাল পালিত হয়।
৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঘোষনা দেন “ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”।
২৫ মার্চ পাকিস্তানী সেনাবাহিনী বাঙালিদের উপর ঝাপিয়ে পড়ে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়।
২৬ মার্চ ইয়াহিয়া সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষনা করে এবং বঙ্গবন্ধুকে দেশদ্রোহী হিসাবে আখ্যা দেয়। এ দিন চট্টগ্রাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা এম.এ.হান্নাস বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনা পত্রটি জাতিকে জানান। যা বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার ঠিক আগে আগে লিখেছিলেন। ১০ এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠিত হয়। ৭ সেপ্টেম্বর পাকিস্তানের ফায়জালাবাদে (লায়ালপুর) জেলে রাষ্ট্রদ্রোহী মামলার গোপন বিচারে বঙ্গবন্ধুর মৃত্যুদন্ড রায় দেওয়া হয়।
১৯৭২ সালে জানুয়ারী মাসের ৮ তারিখে আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। সে দিনই ঢাকার উদ্দেশ্যে তাকে লন্ডন পাঠানো হয়। ৯ জানুয়ারী লন্ডনে ব্রিটিশ প্রধামন্ত্রী এডওয়ার্ড হীতের সাথে বঙ্গবন্ধু বৈঠক হয়। লন্ডন থেকে বাংলাদেশে ফেরার পথে দিল্লীতে যাত্রা বিরতির সময় বিমান বন্দরে ভারতে রাষ্ট্রপতি ভি. ভি. গিরি এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে স্বাগত জানান।
জাতির জনক বঙ্গবন্ধু ১০ জানুয়ারী বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখেন। তিনি বাংলাদেশে এসে পৌছান। বিমান বন্দর থেকে সরাসরি রেসকোর্স ময়দোনের গণ সংবর্ধনায় যোগ দেন।
১২ জানুয়ারী বঙ্গবন্ধু প্রধান মন্ত্রীর দায়িত্ব গ্রহন করেন। ৬ ফেব্রুয়ারী ভারত সরকারের আমন্ত্রনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু ভারত যান । ২৮ ফেব্রুয়ারী রাষ্ট্রীয় সফরে তিনি রাশিয়া যান। ১২ মার্চ বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরাদর্শী সিধান্তের কারণে ভারত সরকারকে অনুরোধের ফলে ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশ ত্যাগ করে।
৩০ জুলাই লন্ডনে বঙ্গবন্ধুর পিত্তকোষে অস্ত্রপ্রচার করা হয়। কিছুটা সুস্থ হয়ে তিনি সেখান থেকে জেনেভা যান। ১০ অক্টোবর বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে “জুলিও কুরী” পুরুস্কার দেয়। ৪ নভেম্বর তারিখ বঙ্গবন্ধু ১৯৭৩ সালের ৭ মার্চ বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে সাক্ষর করে।১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়।
১৯৭৩ সালে ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভিতর আওয়ামী লীগ ২৯৩ আসনে জয় লাভ করে। ৬ সেপ্টেম্বর জোট নিরপেক্ষ সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু আলজেরিয়া যান। ১৭ অক্টোবর জাপান যান রাষ্ট্রীয় সফরে।
১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারী পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতী দেয়। ২৩ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু পাকিস্তান যান ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য। ১৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতি সংঘের সদস্য পদ আদায় করে নেন। ২৫ সেপ্টেম্বর জাতি সংঘের সাধারণ অধিবেশনে তিনি প্রথম বারের মতো বাংলায় ভাষন দেন।
১৯৭৫ সালের ২৫ জানুয়ারী রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যাবস্থা প্রবর্তিত হলে বঙ্গবন্ধু রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহন করেন। ২৪ ফেব্রুয়ারী দেশের বিভিন্ন রাজণৈতিক দলের সম্বন্বয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠিত হয়। এ দলে বিভিন্ন পেশাজিবীও যোগ দিতে থাকে। বঙ্গবন্ধু এ দলের চেয়ারম্যান নির্বাচিত হন।
১৫ আগস্ট ভোরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির চির স্বজন , জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে স্বাধীনতা বিরোধীরা নৃশংস ভাবে হত্যা করে।