হাদিসের বাণী ছবি সহ | ছোট ছোট হাদিসের বাণী | কোরআন হাদিসের বাণী | হাদিসের বাণী ছবি | আল হাদিসের বাণী | কোরআন ও হাদিসের বাণী
আমরা বর্তমান বিজ্ঞানের যত আবিষ্কারই দেখছি ততই হুযুরে পাক সল্লাল্লাহু আলাইহিস ওয়াসাল্লাম এবং কোরআনের বানীর প্রতি আকৃষ্ট হচ্ছি । এটাই হওয়া উচিত একজন মুসলিম। পৃথিবীতে আমাদের চেয়ে কোরআন হাদিস বেশি চর্চা করে বিধর্মীরা বা (যারা ইসলামকে মানে না) কারণ কোরআন এবং হাদিসের বানীতে কোন ভুল তারা ধরতে পারে কিনা সেই চিন্তায় মগ্ন তারা।
আজ তারা এগিয়ে কিন্তু আমরা দুনিয়ার লোভে মত্ত হয়ে পিছিয়ে রয়েছি । আমাদের কি করা উচিত তা আমরা জানিই না , কিন্তু একবার ভেবে দেখুন পৃথিবীতে নিজের অস্তিত্বকে জানান দিতে কি কি করা উচিত তা তারা ঠিকই জানে । তারা কিভাবে জানে কারণ তারা হুযুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের (রাদিয়াল্লাহু আজমাইন)নির্দেশনা ঠিক মেনে চলছে । সাহাবাগণ কিভাবে হুযুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মান্য করেছে । একটি রাষ্ট্র উত্থানের উপায় এবং তা পরিচালনার রহস্য সবকিছুই তারা আয়ত্ব করে নিয়েছে কোরআন হাদিস রিচার্স করে কিন্তু আমরা তা থেকে অনেক দূরে । আমরা আছি দুনিয়া নিয়ে মত্ব , আর আছি ভাইয়ে ভাইয়ে মারামারি হানাহানি নিয়ে ।
পৃথিবীতে আদিলগ্ন থেকে যতগুলো অনুপ্রেরণার উৎস রয়েছে তার মধ্যে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর হাদীস অন্যতম উৎস। এই হাদিসগুলো আপনাকে সবসময় মন্দ কাজ থেকে দূরে থাকতে, ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। এর পাশাপাশি, আমরা বিশ্বাস করি যে এটি আপনাকে যেকোনো পরিস্থিতিতে আশাবাদী হতে এবং আপনার লক্ষ্যগুলির দিকে কাজ করতে উত্সাহিত করবে।
আমাদের পোস্ট সম্পর্কে আপনার মন্তব্যের মাধ্যমে জানান । আপনার যে কোন প্রতিক্রিয়া আমাদের কাছে মূল্যবান।
প্রতিদিন হাদিসের বাণীর ছবি পেতে আমাদের ফেইসবুক পেইজে বা ইন্সটাগ্রামে চোখ রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ।
আজকের হাদিসের বাণীর ছবি প্রতিদিন আপডেট পেতে থাকবেন-

Download This Image






























