HSC Admission Result 2023 - XI Class Admission 2022-23
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি কলেজের ২০২৩ সালের HSC ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। এইচএসসি ভর্তির প্রথম মেধা তালিকা ২০২৩ গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। আগামী ১২ জানুয়ারী ২০২৩ তারিখে এইচএসসি ১ম মাইগ্রেশনের ফলাফল সহ ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে। কলেজের ভর্তির ফলাফল একাদশ শ্রেণির ভর্তি পদ্ধতির ওয়েবসাইট (xiclassadmission.gov.bd) থেকে পাওয়া যাব। শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে কলেজ ভর্তি ফলাফল 2022-23 সম্পর্কেও জানানো হয়। মেধা তালিকা, অপেক্ষমাণ তালিকা এবং মাইগ্রেশন ফলাফল একই প্রক্রিয়ায় প্রকাশ করা হবে। সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিনটি মেধা তালিকা এবং দুটি মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা, দিনাজপুর, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট, ময়মনসিংহ বোর্ডে একাদশ শ্রেণিতে ২০২২-২০২৩ সালের ভর্তির ফলাফল একযোগে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিম ভর্তির ফলাফলও একাদশ শ্রেণির ফলাফল 2023 এর সাথে প্রকাশ করা হয়েছে।
এইচএসসি মেধা তালিকা ২০২২-২৩
২০২২-২৩ সেশনে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মোট তিনটি মেধা তালিকা এবং দুটি মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে। ১ম মেধা তালিকা প্রকাশের পর দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদনের জন্য এবং প্রথম মেধা তালিকার অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্ব নিশ্চিত হওয়ার পর তৃতীয় ধাপের আবেদন শুরু হবে। তৃতীয় ধাপের আবেদন ও অপেক্ষমাণ তালিকা থেকে তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও, ২য় মেধা তালিকা সহ এইচএসসি ১ম মাইগ্রেশনের ফলাফল এবং ৩য় মেধা তালিকা সহ ২য় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। তবে তৃতীয় পর্যায়ের আবেদনকারীরা কোনো মাইগ্রেশন সুবিধা পাবেন না।
এইচএসসি ভর্তির জন্য ১ম মেধা তালিকা
এইচএসসি ১ম মেধা তালিকা ২০২২ এর ফলাফল ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সন্ধ্যা ৭ টায় ওয়েবসাইটে প্রকাশিত হলেও আবেদনকারীদের এসএমএসের মাধ্যমে অনেক আগেই তা জানানো হবে। ১ম মেধা তালিকার শিক্ষার্থীদের 1লা জানুয়ারী থেকে ৮ই জানুয়ারী, ২০২৩ এর মধ্যে তাদের ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তি নিশ্চিত না হলে তার মনোনয়ন বাতিল করা হবে। দ্বিতীয় দফায় তাকে আবারও আবেদন করতে হবে।
এইচএসসি ভর্তির জন্য ২য় মেধা তালিকা
HSC ২য় মেধা তালিকা ১২ই জানুয়ারী ২০২৩ এ প্রকাশিত হয়েছে। এই মেধা তালিকাটি ২য় পর্বের আবেদনকারীদের এবং যারা প্রথম মেধা তালিকায় নেই তাদের জন্য প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ১৩ থেকে ১৪ জানুয়ারী, ২০২৩ এর মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত না হলে তাদের মনোনয়ন বাতিল করা হবে। তৃতীয় ধাপে তাদের আবার আবেদন করতে হবে।
এইচএসসি ৩য় মেধা তালিকার ফলাফল ২০২৩
HSC ৩য় মেধাতালিকা ১৮ জানুয়ারী, ২০২৩ এ প্রকাশিত হবে। শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে রাত 8 টায় ফলাফল জানানো হবে। এইচএসসি ভর্তির তৃতীয় মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ১৯ জানুয়ারি থেকে ২০ জানুয়ারী, ২০২৩ এর মধ্যে তাদের ভর্তি নিশ্চিত করতে হবে।
এইচএসসি মাইগ্রেশন ফলাফল ২০২৩
২০২২-২০২৩ সেশনে একাদশ শ্রণিতে ভর্তির জন্য দুটি HSC মাইগ্রেশন ফলাফল 2023 প্রকাশিত হবে। ১ম মেধা তালিকায় শিক্ষার্থীদের জন্য ১ম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় মাইগ্রেশন ফলাফল প্রথম এবং দ্বিতীয় উভয় মেধা তালিকার জন্য প্রকাশিত হবে। তবে তৃতীয় মেধা তালিকার শিক্ষার্থীদের জন্য কোন মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে না। ১ম মাইগ্রেশনের ফলাফল ২য় মেধা তালিকার সাথে এবং ২য় মাইগ্রেশনের ফলাফল ৩য় মেধা তালিকার সাথে প্রকাশিত হবে।
মাইগ্রেশনের কারণে কোনো শিক্ষার্থী তার পছন্দ পরিবর্তন করলে তাকে ওই কলেজে ভর্তি হতে হবে। কলেজ পরিবর্তন বা আগের কলেজে ফিরে যাওয়ার কোন উপায় নেই। শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী মাইগ্রেশন হবে। মাইগ্রেশন আপ অর্ডার করা হবে. পছন্দের ক্রমে কম হবে না। মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন করা হলে নতুন নির্বাচন নিশ্চিত করার দরকার নেই।
• ১ম মাইগ্রেশন রেজাল্ট: HSC ১ম মাইগ্রেশন রেজাল্ট ১২ই জানুয়ারী ২০২৩ এ প্রকাশিত হয়েছে।
• ২য় মাইগ্রেশন রেজাল্ট: HSC ২য় মাইগ্রেশন রেজাল্ট ১৮ই জানুয়ারী ২০২৩ এ প্রকাশিত হবে।
Event
Name |
Publication
Date |
Confirmation
Date |
1st
Merit List |
31
December 2022 |
1st
January 2023 to 8 January 2023 |
2nd
Merit List |
12
January 2023 |
13
January to 14 January 2023 |
1st
Migration Result |
12
January 2023 |
No Need |
3rd
Merit List |
18
January 2023 |
19
January 2023 to 20 January 2023 |
2nd
Migration Result |
18
January 2023 |
No need |