গাড়ীতে উঠার দোয়া এবং জ্ঞান বা ইলম বৃদ্ধির দোয়া - Dua for increasing knowledge

গাড়ীতে উঠার দোয়া এবং জ্ঞান বা ইলম বৃদ্ধির দোয়া - Dua for increasing knowledge


গাড়ীতে উঠার দোয়া এবং জ্ঞান বা ইলম বৃদ্ধির দোয়া 


আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ , প্রতিদিন দোয়ার সমাহারে আজকে আপনার শিখতে যাচ্ছেন নতুন কিছু দোয়া । নিজে শিখুন অন্যকে জানাতে শেয়ার করুন । আমাদের দৈনন্দিন জীবনে দোয়ার গুরুত্ব অপরিসীম । আল্লাহ তাআলা এরশাদ ফরমান - আমার কাছে চাও আমি তোমাদের দান করব । সুবহানাল্লাহ ।

গাড়ী/ লঞ্চ/ ষ্টীমারে উঠার পর দোয়া

বাংলা উচ্চারণ:-

বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরছাহা ইন্না রাব্বি লা গাফুরুর রাহীম।

 ঘরে প্রবেশ করার দোয়া

بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

বাংলা উচ্চারণ : -

বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়াবিস্‌মিল্লাহি খারাজনা, ওয়া ‘আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা)

অর্থ:-

আল্লাহ্‌র নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্‌র নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহ্‌র উপরই আমরা ভরসা করলাম।

ঘুমানোর সময় পড়ার দোয়া

اللهم بسمك أموت وأحيا

বাংলা উচ্চারণ:-

‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া-আহইয়া’

অর্থ :-

হে আল্লাহ! আমি তোমারই নামে মৃত্যুবরণ করি, আবার তোমারই নামে জীবন ধারন করি।

ঘুম থেকে উঠে পড়ার দোয়া

َلْحَمْدُ للهِ الَّذِىْ اَحْىَ نَفْسِىْ بَعْدَ مَااَمَاتَهَا وَ اِلَيْهِ النُّشُوْرُ

বাংলা উচ্চারণ:-

আলহামদুলিল্লাহিল লাজি আহইয়া নাফছি বা'দা মা আমাতাহা ওয়া ইলাইহিন নুশুর

ফজিলত :-

রাসূল ঘুম থেকে উঠেই এই দোয়া পড়তেন। এই দোয়া পড়লে সারাদিন ভালো কাটবে। (তিরমিজী শরীফ, খন্ড-২ পৃষ্ঠা-১৭৮)

জ্ঞান বৃদ্ধির দোয়া

বাংলা উচ্চারণ:-

রাব্বি যিদনী ইলমা।

অর্থ : -

হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বাড়িয়ে দাও।


একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad