বাংলা দ্বিতীয় পত্র - ভাষা, বাংলা ভাষা ও বাংলা ভাষারীতি

আজকের পোস্ট থেকে আপনারা জানতে পারবেন বাংলা দ্বিতীয় পত্রের ভাষা এবং ভাষারীতি সম্পর্কে কিছু কম্পিটিটিভ পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় আশা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আপনারা যারা বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার মনস্থ করেছেন তাদের জন্য আজকের পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ।

প্রশ্নঃ কোন ভাষারীতির কোন ধরাবাধা নিয়ম নেই?

উওরঃ আঞ্চলিক/উপভাষা

প্রশ্নঃ বাংলা ভাষায় সাধুরীতির আগমন যে ভাষা থেকে?

উওরঃ সংস্কৃত ভাষা

প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ড. মুহাম্মদ শহীদুল্লাহর মত হচ্ছে-
উওরঃ গৌড়ীয় অপভ্রংশ

প্রশ্নঃ কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?

উওরঃ তৎসম শব্দের প্রয়োগ বেশী

প্রশ্নঃ সাধু ভাষায় কোন পদ বিশেষ রীতি মেনে চলে?

উওরঃ সর্বনাম ও ক্রিয়া

প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তিকাল-

উওরঃ সপ্তম শতাব্দী

প্রশ্নঃ ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত?

উওরঃ চলিত রীতি

প্রশ্নঃ 'আপনার একান্ত বাধ্যগত' এখানে 'বাধ্যগত' যে কারনে অশুদ্ধ----

উওরঃ শব্দের গঠনগত

প্রশ্নঃ বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?

উওরঃ সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে

প্রশ্নঃ নিচের কোনটি সাধু রীতির উদাহরণ?

উওরঃ মিনা তাহাকে দেখিয়াছে

প্রশ্নঃ নিচের কোনটি চলিত রীতির শব্দ?

উওরঃ শুকনো

প্রশ্নঃ 'বৃক্ষমালা' যে কারণে অশুদ্ধ?

উওরঃ বচনজনিত

প্রশ্নঃ ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয় ?

উওরঃ সাধু রীতি

প্রশ্নঃ কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?

উওরঃ সাধু ভাষায়

প্রশ্নঃ আঞ্চলিক ভাষার অপর নাম কি?

উওরঃ উপভাষা

প্রশ্নঃ প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি?

উওরঃ চারটি

প্রশ্নঃ ‘ইংরেজি’ শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?

উওরঃ গ্রীক

প্রশ্নঃ বাংলা ভাষার উৎস কোনটি?

উওরঃ ইন্দো-ইউরোপীয়ান

প্রশ্নঃ কোন ভাষারীতিতে দেশী শব্দের প্রয়োগ বেশি দেখা যায়?

উওরঃ আঞ্চলিক কথ্য রীতিতে

প্রশ্নঃ বাংলা ভাষায় কোন রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের অনুসারী?

উওরঃ সাধু রীতি

প্রশ্নঃ 'অত্র অফিসের সবাই আজ উপস্থিত' বাক্যে 'অত্র' শব্দটি যে কারণে অশুদ্ধ--

উওরঃ শব্দ প্রয়োগজনিত

প্রশ্নঃ বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?

উওরঃ ইন্দো- ইউরোপীয়

প্রশ্নঃ সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?

উওরঃ ক্রিয়া ও সর্বনাম

প্রশ্নঃ ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

উওরঃ তুর্কি

প্রশ্নঃ লেখ্য ভাষার রূপ দুটির নাম কি?

উওরঃ সাধু ও চলিত

প্রশ্নঃ কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?

উওরঃ কথন নির্ভরশীলতা

প্রশ্নঃ ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?

উওরঃ সাধুরীতি

প্রশ্নঃ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে

উওরঃ ভাষা

প্রশ্নঃ সংস্কৃত ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি হয়েছে?

উওরঃ বাংলা,হিন্দি

প্রশ্নঃ বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে?

উওরঃ ১২টি

প্রশ্নঃ ‘একদা মরণ-সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন’ -- এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত?

উওরঃ সাধু রীতি

প্রশ্নঃ বাংলা ভাষার কোন রীতির সুনির্দিষ্ট ব্যাকরণ রয়েছে?

উওরঃ সাধুরীতির

প্রশ্নঃ সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

উওরঃ নাটকের সংলাপে

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?

উওরঃ চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়

প্রশ্নঃ ‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যেই তো জীবম্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা-

উওরঃ সাত

প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য

উওরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

প্রশ্নঃ কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

উওরঃ সাধু ভাষা

প্রশ্নঃ নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি?

উওরঃ ভাষা

প্রশ্নঃ ‘তোমাকে দেখে খুবই খুশি হলাম’ এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা?

উওরঃ চলিত

প্রশ্নঃ কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?

উওরঃ তদ্ভব শব্দবহুলতা

প্রশ্নঃ ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি?

উওরঃ বুনো

প্রশ্নঃ সর্বনাম ও ক্রিয়া ভাষার কোন রীতি পরিবর্তনশীল?

উওরঃ চলিত রীতি

প্রশ্নঃ ‘পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?

উওরঃ পার হয়ে

প্রশ্নঃ ভাষা প্রকাশের মাধ্যম কয়টি?

উওরঃ ২টি

প্রশ্নঃ ভাষার কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম?

উওরঃ প্রাকৃত

প্রশ্নঃ ‘উহা’ কোন রীতির শব্দ?

উওরঃ সাধু

প্রশ্নঃ চলিত ভাষার পথিকৃৎ কে?

উওরঃ প্রমথ চৌধুরী

প্রশ্নঃ 'অজ্ঞান' কে 'অজ্ঞানতা' শব্দের দ্বারা প্রকাশ যে ধরনের অপপ্রয়োগ--

উওরঃ বাহুল্যজনিত

প্রশ্নঃ ‘যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।’ --- চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?

উওরঃ ৪টি

প্রশ্নঃ 'বিচিত চিন্তা' কৃতি-লেখক আহমেদ শরীফের শ্রেষ্ঠ কৃতী এখানে কি ধরনের অপপ্রয়োগ ঘটেছে?

উওরঃ পদের

প্রশ্নঃ সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?

উওরঃ সর্বনাম ও ক্রিয়া

প্রশ্নঃ কোনটি সাধুরীতির শব্দ?

উওরঃ জোসনা

প্রশ্নঃ সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না?

উওরঃ অব্যয়

প্রশ্নঃ সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?

উওরঃ অব্যয়

প্রশ্নঃ ‘অতঃপর বিভ্রান্তমুক্ত হয়ে রোগগ্রস্ত পিতা পুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলে বলিলেন।’-এ সাধু ভাষার বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?

উওরঃ চার

প্রশ্নঃ ‘জ্যেষ্ঠ ভ্রাতার প্রহারে দিগ্ধিদিক জ্ঞানশূন্য হয়ে সে ঊধ্বৃশ্বাসে ছুটতে লাগিল’- সাধু ভাষায় লিখিত বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?

উওরঃ তিন

প্রশ্নঃ কোন ভাষা-রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে?

উওরঃ চলিত রীতি


প্রশ্নঃ নিচের কোন ভাষাটি বাংলার সমগোত্রভুক্ত?

উওরঃ মংখেময়

প্রশ্নঃ কোনটি চলিত রূপ?

উওরঃ তুলো

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad