মুক্তপাঠে বিষয়ভিত্তিক প্রশিক্ষণে কীভাবে অংশগ্রহণ করবেন?

মুক্তপাঠে বিষয়ভিত্তিক প্রশিক্ষণে কীভাবে অংশগ্রহণ করবেন?


মুক্তপাঠে বিষয়ভিত্তিক প্রশিক্ষণে কীভাবে অংশগ্রহণ করবেন

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হেতু ২০২৩ শিক্ষাবর্ষ থেকে, মাধ্যমিক স্তরের স্কুল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়গুলি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলি যা সারাদেশে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করে এই সকল প্রতিষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর আলোকে তৈরি করা পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিক্ষাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ধারাবাহিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের অংশ হিসেবে শীঘ্রই বিষয় ভিত্তিক ফেস টু ফেস প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। উক্ত ফেস টু ফেস প্রশিক্ষণ শুরু হওয়ার পূর্বে বর্ণিত তারিখ ও সময় সূচি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং প্রাথমিক বিদ্যালয়সমূহের (যেসকল প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) সকল শিক্ষককে অনলাইন মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে “বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে হবে।

নতুন কারিকুলাম অনুযায়ী প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত ব্যক্তি ওই বিষয়ে এবং নির্দিষ্ট সময়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। সময়মতো মুক্তপথ ওয়েবসাইটে লগইন করে বিষয়ভিত্তিক অনলাইন কোর্সগুলো সম্পন্ন করতে হবে।

প্রশিক্ষণ গ্রহণ পদ্ধতিঃ

  • মোবাইল বা ল্যাপটপ/কম্পিউটারের যে কোন ব্রাউজারে গিয়ে মুক্তপাঠের অফিসিয়াল ওয়েবসাইট https://muktopaath.gov.bd এই লিংকে আপনার ইতপূর্বে রেজিষ্টারকৃত ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে লগনইন করুন।
  • এরপর ক্যাটাগরী অপশন গিয়ে শিক্ষা সিলেক্ট করুন।
  • তারপর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর বিষয় ভিত্তিক কোর্সগুলো চালু হবে।
  • সবশেষে আপনার যে বিষয় সেই বিষয়ের উপর ক্লিক করে আপনার কোর্সটি শুরু করুন।


বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ লিংকসমূহ নিম্নরুপ:-

১) বাংলা- https://muktopaath.gov.bd/course-details/982

২) ইসলাম শিক্ষা- https://muktopaath.gov.bd/course-details/980

৩) ইংরেজি- https://muktopaath.gov.bd/course-details/977

৪) স্বাস্থ্য সুরক্ষা- https://muktopaath.gov.bd/course-details/975

৫) গণিত- https://muktopaath.gov.bd/course-details/974

৬) শিল্প ও সংস্কৃতি- https://muktopaath.gov.bd/course-details/973

৭) হিন্দুধর্ম শিক্ষা- https://muktopaath.gov.bd/course-details/972

৮) বৌদ্ধধর্ম শিক্ষা- https://muktopaath.gov.bd/course-details/971

৯) খ্রীষ্টধর্ম শিক্ষা- https://muktopaath.gov.bd/course-details/968

১০) জীবন ও জীবিকা (পার্ট-১)- https://muktopaath.gov.bd/course-details/965

১১) জীবন ও জীবিকা (পার্ট-২)- https://muktopaath.gov.bd/course-details/965

১২) ইতিহাস ও সামাজিক বিজ্ঞান-(পার্ট-১) - https://muktopaath.gov.bd/course-details/962

১৩)ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (পার্ট-২)- https://muktopaath.gov.bd/course-details/962

১৪) বিজ্ঞান- https://muktopaath.gov.bd/course-details/959

১৫) ডিজিটাল প্রযুক্তি- https://muktopaath.gov.bd/course-details/990

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad