A Friend in Need is a Friend Indeed Completing Story (Two Friends Story)
A friend in need is a friend indeed completing the story:
Once two friends lived in the same village. They loved each other a lot. The people of the village have taken it as a model. One day two friends were going through a thick forest. When they reached the middle of the forest, suddenly they saw a bear approaching them. Both of them are terrified. One friend knew how to climb a tree but the other could not. The first friend quickly climbed a tree. He did not think of his friend's safety .......
A friend in need is a friend indeed
Once two friends lived in the same village. They loved each other very much. Village people took it as a model. One day two friends were passing through a dense forest. When they reached the middle of the forest, suddenly they saw a bear coming towards them. Both are terrified. One friend knew how to climb a tree but the other did not. The first friend quickly climbed a tree. He didn't think about his friend's safety. Another friend was very upset. But he did not lose heart. He was intelligent. He knew that bears do not touch dead bodies. So, he made a plan. He lay on the ground like a dead man. The bear came and smelled his ears and nose. He looked dead. The bear left the area unharmed. Then the first one saw his friend and came down from the tree. He thought the bear would tell his friend something important. So he asked his friend what the bear whispered in his ear. The second friend wanted to explain the first friend better. So, he told his friend that the bear whispered to him, "A friend in need is a friend indeed"
দুই বন্ধুর গল্প
একসময় দুই বন্ধু একই গ্রামে থাকত। তারা একে অপরকে খুব ভালবাসত। গ্রামের মানুষ একে মডেল হিসেবে নিয়েছে। একদিন দুই বন্ধু এক ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল।যখন তারা বনের মাঝখানে পৌঁছাল, হঠাৎ তারা দেখতে পেল একটি ভালুক তাদের দিকে এগিয়ে আসছে। দুজনেই আতঙ্কিত। এক বন্ধু জানতো কিভাবে গাছে উঠতে হয় কিন্তু অন্যজন জানতো না। প্রথম বন্ধু দ্রুত একটা গাছে উঠল। সে তার বন্ধুর নিরাপত্তার কথা ভাবেনি।আরেক বন্ধু খুব বিরক্ত হল। তবে তিনি মনোবল হারাননি। তিনি বুদ্ধিমান ছিলেন। তিনি জানতেন ভাল্লুক কোনো মৃতদেহ স্পর্শ করে না। সুতরাং, তিনি একটি পরিকল্পনা করেছেন। মৃত মানুষের মত মাটিতে শুয়ে পড়ল। ভালুক এসে তার কান ও নাকে গন্ধ নিল। তাকে মৃত দেখাচ্ছিল। ভাল্লুক কোনো ক্ষতি ছাড়াই জায়গা ছেড়েছে। তখন প্রথমজন বন্ধুকে দেখে গাছ থেকে নেমে এল। সে ভেবেছিল ভালুক তার বন্ধুকে গুরুত্বপূর্ণ কিছু বলবে। তাই সে তার বন্ধুকে জিজ্ঞেস করল, ভালুক তার কানে ফিসফিস করে কি বলল। দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুকে ভালো করে বুঝাতে চেয়েছিল। তাই, সে তার বন্ধুকে বলল যে ভালুক তাকে ফিসফিস করে বলল, "বিপদের বন্ধুই হল প্রকৃত বন্ধু।"