যদি লোকধর্মের কাছে সত্যধর্মকে না ঠেলিব
যদি লোকধর্মের কাছে সত্যধর্মকে না ঠেলিব, যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারিব, তবে আমার রক্তের মধ্যে বহু যুগের যে শিক্ষা তাহা কী করিতে আছে। জান তোমরা? যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল তাহার মধ্যে আমিও যে ছিলাম। আর সেই বিসর্জনের গৌরবের যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে আমিও যে তাহাদের মধ্যে একজন। আর, আমিও তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণ বর্ণনা করিয়া মাসিকপত্রে প্রবন্ধ লিখিয়াছি। বুকের রক্ত দিয়ে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত।
সারাংশ: সংস্কারে আচ্ছন্ন হলে মানুষের বিবেক লোপ পায়। সীতা বিসর্জনের মতো অযৌক্তিক দাবির পুনরাবৃত্তি তাদের কাছে মহিমাময় বলেই মনে হয়। সত্য অন্বেষণ না করে কাজ করলে পরিণামে তাকে অনেক মূল্য দিতে হয়।