অসুস্থ অবস্থায় পড়ার দোয়া
لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّیْ كُنْتُ مِنَ الظّالِمِيْنَ-0
উচ্চারণঃ লা ইলাহা ইল্লা আন্তা ছুবেহানা ইন্নী কুন্তু মিনায্ব য্বলিমীনা।
📖অর্থঃ কোন উপাস্য নেই তুমি (আল্লাহ) ব্যতীত, পবিত্রতা তোমারই, নিশ্চয় আমার আমার দ্বারা অশোভন কাজ সম্পাদিত হয়েছে।
(সুরা আম্বিয়া, আয়াত-৮৭)
📖ফযিলতঃ অসুস্হ অবস্হায় এ দো'আ পাঠ করতে থাকলে সুস্হতা লাভ করবে, আর ঐ অবস্হায় মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা লাভ হবে।
(মুসতাদরাক লিল হাকেম, সহীহ হিসনে হাসীন)
যে ব্যক্তি অসুস্হ অবস্হায়
(এ আয়াত শরীফ) ৪০ বার পাঠ করবে, সে যদি ঐ রোগে মৃত্যুবরণ করে, তবে শহীদ আর যদি সুস্হ হয়ে যায় তাহলে তা গুনাহ্ ক্ষমা হয়ে যাবে।
(বাহারে শরীয়ত)
আল্লাহ পাক নবীজির সদক্বায় আমাদেরকে 'আমল করার তৌফিক্ব দান করুন। (আমীন)