ঘর হতে বের হওয়ার দোয়া
بِسْمِ اللّٰهِ تَوَكّلْتُ عَلَی اللّٰهِ لَاحَوْلَ وَلَاقُوَّةَ اِلَّا بِاللّٰهِ
📖 উচ্চারণঃ বিসমিল্লাহি তাওয়াক্কালতু 'আলাল্ল-হি লা-হাওলা ওয়ালা-ক্বুওয়াতা ইল্লা বিল্লাহি।
📖অর্থঃ আল্লাহর নামে আরম্ভ, আল্লাহর উপরই ভরসা করলাম, আল্লাহ তা'আলার অনুগ্রহ ব্যতীত নেই কোন শক্তি (সৎকর্ম করার) নেই কোন ক্ষমতা (অসৎকর্ম থেকে বাঁচার)।
[আবু দাউদ শরীফ]
📖ফযিলতঃ হযরত আনাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল (দ) ইরশাদ করতেছেন, যখন কোন ব্যক্তি নিজ ঘর হতে বের হয়, তখন সে যেন বলে নেয় "উপরোক্ত দোয়া", তখন তাকে (দোয়া পাঠকারীকে) বলা হয়, 'তোমাকে সঠিক পথের দিশা ও পরিতুষ্টি দেওয়া হলো, আর তোমাকে সংরক্ষিত করে দেওয়া হলো। অত:পর শয়তান তার নিকট হতে দূরে পলায়ন করে।
[মিরাতুল মানাযীহ]