Victory Day Paragraph for SSC & HSC
(a) When is our Victory Day?
(b) Why is it called so?
(c) What is the brief history behind it?
(d) How do we observe the day?
(e) What is the significance of the day?
Victory Day Paragraph for SSC & HSC
16th December is the happiest day in Bangladesh which is celebrated as Victory Day. Bangladesh became independent on this day in 1971. People of this country celebrate the day with great respect and dignity. People from all walks of life celebrate the day to pay deep respect to the martyrs.
Government and private institutions organize special events on the day and also broadcast special programs on all the radio and TV channels of the country. The day is a public holiday and the national flag is hoisted atop all public and private buildings. I went to Savar National Memorial to pay my respects to the martyred freedom fighters. On that day we remember those brave souls of the soil whose blood has won the victory. It is truly considered a day of great pride and joy for an independent country.
On this day we feel for the martyrs who sacrificed their lives in war. Their strength and sacrifice inspire us. Pakistani occupation forces killed thousands of innocent people, tortured countless women, and ,killed many intellectuals of the country. After nine months of war we won the golden sun of freedom from the barbaric Pakistanis. The sacrifice of the martyrs to work for the country will serve as a source of inspiration for us. The symbolic meaning of the day is that we have achieved victory over our enemy Pakistani rulers. The people of Bangladesh have proved that freedom is the birthright of people.
অনুচ্ছেদ রচনা : বিজয় দিবস অনুচ্ছেদ
(ক) আমাদের বিজয় দিবস কবে?
(খ) কেন এটা বলা হয়?
(গ) এর পেছনের সংক্ষিপ্ত ইতিহাস কী?
(ঘ) আমরা কীভাবে দিনটি পালন করি?
(ঙ) দিবসটির তাৎপর্য কী?
১৬ই ডিসেম্বর বাংলাদেশের সবচেয়ের আনন্দের দিন যাকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়। এইদেশের মানুষ দিনটি খুবই সম্মান এবং মর্যাদার সাথে উদযাপন করে। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ দিবসটি উদযাপন করে।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিনটিতে বিশেষ আনুষ্ঠানের আয়োজন করে এছাড়া দেশের সকল রেডিও এবং টিভি গুলোতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে । দিনটি একটি সরকারি ছুটির দিন এবং সমস্ত সরকারি ও বেসরকারি ভবনের উপরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আমি শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাই। সেদিন আমরা স্মরণ করি মাটির সেই বীর আত্মাদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বিজয়। এটি একটি স্বাধীন দেশের জন্য সত্যি অনেক গর্বের এবং আনন্দের দিন হিসেবে বিবেচিত।
এই দিনে আমরা যুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের জন্য অনুভব করি। তাদের শক্তি ও আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে। পাকিস্তানি হানাদার বাহিনী হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে, অসংখ্য নারী নির্যাতন করেছে, দেশের অনেক বুদ্ধিজীবীকে হত্যা করেছে। নয় মাস যুদ্ধের পর আমরা বর্বর পাকিস্তানিদের হাত থেকে স্বাধীনতার সোনালি সূর্য অর্জন করেছি। দেশের জন্য কাজ করার জন্য শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উত্স হিসাবে কাজ করবে। দিবসটির প্রতীকী অর্থ হলো আমরা আমাদের শত্রু পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার।
Victory Day Paragraph for Class 5, 6 & 7
16th December is the happiest day in Bangladesh which is celebrated as Victory Day. Bangladesh became independent on this day in 1971. People of this country celebrate the day with great respect and dignity. People from all walks of life celebrate the day to pay deep respect to the martyrs.
Government and private institutions organize special events on the day and also broadcast special programs on all the radio and TV channels of the country. The day is a public holiday and the national flag is hoisted atop all public and private buildings. I went to Savar National Memorial to pay my respects to the martyred freedom fighters. On that day we remember those brave souls of the soil whose blood has won the victory. It is truly considered a day of great pride and joy for an independent country.
বিজয় দিবস অনুচ্ছেদ রচনা ষষ্ঠ শ্রেণি এবং সপ্তম শ্রেণি
১৬ই ডিসেম্বর বাংলাদেশের সবচেয়ে আনন্দের দিন যা বিজয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়। এদেশের মানুষ অত্যন্ত শ্রদ্ধা ও মর্যাদায় দিবসটি পালন করে। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ দিবসটি উদযাপন করে।সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এবং দেশের সব রেডিও ও টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। দিনটি একটি সরকারি ছুটির দিন এবং সমস্ত সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম। সেদিন আমরা স্মরণ করি মাটির সেই সাহসী আত্মাদের যাদের রক্তে বিজয় হয়েছে। এটি একটি স্বাধীন দেশের জন্য সত্যিকার অর্থে অত্যন্ত গর্বের ও আনন্দের দিন হিসেবে বিবেচিত।
--------------------------------------------------------------------------------------------------------------------
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।