রূপলোকে ও রসলোকে আমাদের উন্নীত করতে পারে শিক্ষা।
রূপলোকে ও রসলোকে আমাদের উন্নীত করতে পারে শিক্ষা। তাই শিক্ষা একটি উদ্দেশ্য এবং সবচেয়ে বড় উদ্দেশ্য মনের চোখ ও রসনা সৃষ্টি করা। যেখানে তা হয়নি সেখানে শিক্ষা ব্যর্থ। মনুষ্যত্বের সাধনা জীবনে লঘুভার হওয়ার সাধনা, আর প্রেম, সৌন্দর্য ও আনন্দের তাগিদে আমরা লঘুভার হতে পারি। শিক্ষা আমাদের এই প্রেম-সৌন্দর্য ও আনন্দের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মনুষ্যত্বের সাধনায় তথা জীবনে লঘুভার হওয়ার সাধনায় সহায়তা করে। ক্ষুৎপিপাসায় কাতর রূপ ও রসের জন্যে কল্যাণ, কল্যাণের জন্যে রূপ ও রস নয় এই বোধ থাকে না বলে শিল্প-সাহিত্যের এত অপব্যবহার ঘটে। শিক্ষার কাজ সেই মানুষটির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়া।
সারাংশ: শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত মনের চোখকে উন্নীত করা, প্রেম সৌন্দর্য ও আনন্দবোধ সৃষ্টি করা এবং মনুষ্যত্ববোধকে জাগ্রত করা। এ উদ্দেশ্য থেকে বিচ্যুত হলে শিক্ষা সার্থকতা লাভ করতে পারে না।
বাংলা ২য় পত্রের সারাংশ এবং সারমর্ম :
- যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই, সেখানে জীবনের বিকাশ নেই সারাংশ
- যে মরিতে জানে, সুখের অধিকার তাহারই সারাংশ
- যে জাতি চেষ্টা দ্বারা, বুদ্ধি ও শ্রম দ্বারা কিছু উপার্জন সারাংশ
- যে জাতির লক্ষ্য ‘সত্য’ নহে সে জাতির কোন সাধনাই সফল নহে সারাংশ
- যে আদিম মনুষ্য হিংস্র পশুর ন্যায় ক্ষুধার জ্বালায় সারাংশ
- যে-সকল জিনিস অন্যের হৃদয়ে সঞ্ছারিত হইবার সারাংশ
- যে মনে উচ্চ আকাংখা, উচ্চ আদর্শ নাই সারাংশ
- যাহা জ্ঞানের কথা তাহা প্রচার হইয়া গেলেই তাহার সারাংশ
- যাহারা মুখ্যভাবে ঠকাইয়া স্বার্থসিদ্ধ করিতে যায় সারাংশ
- সকল সারাংশ এবং সারমর্ম পাবেন এই লিংকে
- 5 Secret Tips of Exclamatory Sentences You Need To Pick Now
- Top 100 Examples Of Exclamatory Sentences in English Grammar
- What is the definition and classification of sentence in English Grammar for beginners
- Digital Bangladesh Paragraph for Class 5, 6, 7,8, 9, 10,11-12
- Digital Bangladesh Paragraph for Madrasah
- A School Magazine Paragraph for SSC