শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ২০২২

 শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ২০২২


আগামী ১৮ই অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানগুলোর মধ্যে একটি ছিল শেখ রাসেলের ওপর কুইজ প্রতিযোগিতা।

যারা অংশগ্রহণ করতে পারবে:

গ্রুপ ক:৮-১২ বছর
গ্রুপ খ:১৩-১৮ বছর

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ২০২২ (২৩৫টি প্রশ্ন উত্তর)

নিবন্ধন:

২৮ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর, ২০২২, রাত ১২টা পর্যন্ত অনলাইনে (quiz.sheikhrussel.gov.bd) নিবন্ধন করা যাবে।

অনলাইন প্রতিযোগিতা (quiz.sheikhrussel.gov.bd):

গ্রুপ ক:৮-১২ বছর
৩০ সেপ্টেম্বর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।
গ্রুপ খ:১৩-১৮ বছর
০১ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।

পুরস্কার:

গ্রুপ ক:৮-১২ বছর
৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)
গ্রুপ খ:১৩-১৮ বছর
৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)

নিয়মাবলি:

  • কুইজ প্রতিযোগিতাটি শুধু ৮ থেকে ১৮ বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
  • একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরাদ্দকৃত সময় ১০ মিনিট।
  • সকল প্রশ্নের মান সমান। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
  • সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  • কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  • চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
  • ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

কুইজের বিষয়:

শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ২০২২ - আমাদের ছোট রাসেল সোনা


শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ও উত্তর আপনাদের জন্য দেওয়া হলো। অনলাইন প্রতিযোগিতা সাহায্য করবে।



শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ২০২২


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

বাংলা ২য় পত্রের সারাংশ এবং সারমর্ম :

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad