হিন্দুদের পূজা উদ্বোধন করলে বা পুজোয় গেলে ঈমান থাকে কিনা

 জিজ্ঞাসা: হিন্দুদের পূজা উদ্বোধন করলে বা পুজোয় গেলে ঈমান থাকে কিনা?

হিন্দুদের পূজা উদ্বোধন করলে বা পুজোয় গেলে ঈমান থাকে কিনা


*بسم الله الرحمن الرحيم*

বিধর্মীদের ধর্মীয় উৎসবে গমণ করা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। হাদীসে এ বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। তবে যদি শিরকী কাজকে সঠিক ও যথার্থ মনে না করে এমনিতে সৌজন্যতা রক্ষার্থে গমণ করে থাকে, তাহলে তাকে কাফের বলা যাবে না। যদি তার অন্তর ঈমান ও ইসলামের প্রতি পূর্ণ আনুগত্বশীল থাকে। তবে তা কুফরীর দরজায় পৌঁছে যাবার মতো পাপ। তাই এহেন জঘন্য কাজ করা থেকে নিজেকে বিরতো রাখা জরুরী।

📗আল্লাহ্ তা'আলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন--⤵️

*وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]*

✳️*(তরজমা:)* সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ্ তা’আলা কঠোর শাস্তিদাতা। *[সূরা মায়িদা: ২]*

*يأمر الله تعالى عباده المؤمنين بالمعاونة على فعل الخيرات وهو البر، وترك المنكرات، وهو التقوى، وينهاهم عن التناصر على الباطل والتعاون على المآثم والمحارم (تفسير ابن كثير، سورة المائدة، آيت-2، زكريا-2/453)*

*عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»*

✳️*(অনুবাদ:)* হযরত ইবনে উমর (রাদিআল্লাহু তা'আলা আ'নহু) থেকে বর্ণিতো। তিনি বলেন, রাসূলুল্লাহ্ *(সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম)* ইরশাদ করেছেন, যে ব্যাক্তি যে গোষ্ঠির সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভূক্ত হবে। *[সুনানে আবূ দাউদ, হাদীস নং-৪০৩১]*

*عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمٍ، أَنَّ أَبَا ذَرٍّ الْغِفَارِيَّ، دُعِيَ إِلَى وَلِيمَةٍ فَلَمَّا حَضَرَ إِذَا هُوَ بِصَوْتٍ فَرَجَعَ فَقِيلَ لَهُ: أَلَا تَدْخُلُ؟ فَقَالَ: «أَسْمَعُ فِيهِ صَوْتًا، وَمَنْ كَثَّرَ سَوَادًا كَانَ مِنْ أَهْلِهِ، وَمَنْ رَضِيَ عَمَلًا كَانَ شَرِيكَ مَنْ عَمِلَهُ»*

✳️*(অনুবাদ:)* আব্দুর রহমান বিন যিয়াদ বিন আনউম থেকে থেকে বর্ণিতো। আবূ যর গিফারী (রাদিআল্লাহু তা'আলা আ'নহু) কে একটি ওলীমায় দাওয়াত করা হয়। যখন তিনি সেখানে উপস্থিত হন তখন তিনি (গানবাদ্যের) আওয়াজ শুনতে পান। তখন তিনি সেখান থেকে ফেরত চলে যান। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি প্রবেশ করবেন না? উত্তরে বললেন, আমি এখানে (গানবাদ্যের) আওয়াজ শুনেছি। আর যে ব্যাক্তি কোনো দলের সংখ্যা বৃদ্ধি করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়। আর যে ব্যাক্তি কোনো কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সেও উক্ত কাজে শরীক হয়ে যায়। *[আযুহদ ওয়ার রাকায়েক, ইবনে মুবারককৃতো-২/১২, নসবূর রায়াহ-৪/৩৪৬-৩৪৭, শরুহুস সুন্নাহ লিলবাগাবী-৯/১৪৯]*

*“من كثر سواد قوم فهو منهم، ومن رضي عمل قوم كان شريكا في عمله”. “الديلمي عن ابن مسعود”*

📚 হযরত ইবনে মাসঈদ (রাদিআল্লাহু তা'আলা আ'নহু) থেকে বর্ণিতো। যে ব্যাক্তি কোনো গোষ্ঠির সংখ্যা বৃদ্ধি করে সে তাদেরই অন্তর্ভূক্ত হবে। আর যে ব্যাক্তি কোনো গোষ্ঠির কর্মকে সমর্থন করে সে তাদের কাজের সাথে শরীক সাব্যস্ত হবে। *[কানযুল উম্মাল-৯/২২, বর্ণনা নং-২৪৭৩৫, নসবুর রায়াহ-৪/৩৪৬]

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad