Number (বচন) - in English Grammar (ইংরেজি ব্যাকরণ)

Number (বচন) - in English Grammar (ইংরেজি ব্যাকরণ)

Number (বচন) - in English Grammar (ইংরেজি ব্যাকরণ)


Definition of Number:

Number এর অর্থ হলো সংখ্যা বা বচন । ইংরেজী গ্রামারের ভাষায়, যা দ্বারা কোন সংখ্যা বা গননাবাচক অবস্থাকে বুঝায় তাকেই Number বা বচন বলে । এছাড়া যে শব্দ দ্বারা Noun বা Pronoun এর একক বা বহু সংখ্যা বা গননা করা বুঝায় তাকেই Number বলে ।


Classification of Number:

Number সাধারনত দুই প্রকার। যথা –

  • Singular number
  • Plural number


Singular Number:

যে শব্দ বা word দ্বারা একক ব্যক্তি বা বস্তুকে বুঝায়  তাকে Singular number বা একবচন বলে।

Example: - Book, Brother, Cow, Tree, etc.

Plural number:

যে শব্দ বা word দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাকে  Plural number বা বহুবচন বলে।

Example: - Books, Brothers, Cows, Trees, etc.

Number (বচন) - in English Grammar (ইংরেজি ব্যাকরণ)


Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম-


Rule 1: সাধারনত Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয় -

Example: Book - Books, Pen -Pens

Rule 2: Singular Noun এর শেষে s, ss, sh, x, বা z থাকলে এবং শেষের ch এর উচ্চারণ ‘চ’ এর মত হলে ঐ সব Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়। ch-এর উচ্চারণ "k" এর মতো হলেও শেষে "s" যোগ করা হয়

Example: Bus - Buses, Fox-Foxes.

Monarch -Monarchs, Stomach - Stomachs .

Rule 3: Singular Noun এর শেষ বর্ণটি ‘o’ হলে এবং তার পূর্বের বর্ণটি consonant হলে ঐ noun এর শেষে ‘es’ যোগ করে plural করতে হয়।

  • Zero - Zeroes
  • Potato - Potatoes
  • Echo - Echoes


ব্যতিক্রম : কিন্তু কিছু noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে ‘s’ যোগ করে plural করতে হয়। 

  • Photo Photos
  • Piano Pianos
  • Radio Radios


Rule 4: Singular Noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে vowel থাকলে শুধু ‘s’ যোগ করে plural করতে হয়।

  • Cuckoo Cuckoos
  • Bamboo Bamboos
  • Studio Studios
  • Portfolio Portfolios


Rule 5: Singular Noun এর শেষের বর্ণ ‘y’ এবং ‘y’ এর পূর্বে consonant থাকলে ‘y’ এর পরিবর্তে ies যুক্ত করে plural করতে হয়।

  • Army Armies
  • Fly         Flies
  • Baby Babies
  • Story Stories
  • Hobby Hobbies

Rule 6: f, fe, ef যুক্ত singular noun এর শেষে f, fe, ef উঠিয়ে ves বসিয়ে plural করতে হয়।

  • Thief Thieves
  • Wife Wives
  • Knife Knives
  • Wolf Wolves
  • Leaf         Leaves

Rule 7: কতগুলো singular noun এর মাঝের এক বা একাধিক vowel বা consonant পরিবর্তন করে plural করতে হয়।

  • Man Men
  • Woman Women
  • Foot Feet
  • Mouse Mice
  • Tooth Teeth

Rule 8: কতগুলো noun এর শেষে en, ren বা ne যোগ করে plural করতে হয়।

  • Ox Oxen
  • Child Children
  • Brother Brethren (brothers can be used)
  • Cow Kine (cows can be used)
  • Sister Sistren (sisters can be used)

Rule 9: Compound noun গুলোর মূল noun টির শেষে s যোগ করে কিংবা মাঝের vowel পরিবর্তন করে plural করতে হয়।

  • Fisherman Fishermen
  • Workman Workmen
  • Boatman Boatmen
  • Man-of-war         Men-of-war
  • Salesman salesmen

সর্বনামের সংখ্যা পরিবর্তনের জন্য কোন নির্দিষ্ট নিয়ম নেই। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করে নিতে হবে ।

Singular

Plural

singular

plural

I

We

Him/her

Them

My

Our

Your

Your

Mine

Ours

This

These

Me

Us

That

Those

You

You

It

They

He/she

they

His/her

their


একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad