স্কুল বা কলেজে দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম ২০২২

স্কুল বা কলেজে দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম 


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা শিখব কিভাবে দরখাস্ত লিখতে হয় তার সবচেয়ে আপডেটেড পদ্ধতি। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে চাকরির ক্ষেত্রে, স্কুলের ছুটির দরখাস্ত লিখতে, অগ্রিম ছুটির জন্য দরখাস্তের ক্ষেত্রে, চাকরির জন্য আবেদন, শিক্ষক নিয়োগ পদে আবেদন, এছাড়া অনেক বিষয় বা অনেক কাজে আমাদের দরখাস্তে প্রয়োজন হয়।

দরখাস্ত বা আবেদনপত্র দুটিই একই বিষয়। কেউ একে দরখাস্ত বলে আবার কেউ একে আবেদন পত্র বলে। বর্তমান এই প্রযুক্তির সময়ে আবেদন পত্র বা দরখাস্তের ব্যবহার অনেক কমে গেছে। বেশীরভাগ সময় ইমেইল এর মাধ্যমে আবেদন করা হয়ে থাকে। কিন্তু, ইমেইল এর মাধ্যমে আবেদন করলেও কাগজে দরখাস্ত লেখার নিয়ম/ আবেদন পত্র আর ইমেইলের মাধ্যমে লেখা দরখাস্ত প্রায় একই রকম।

তো আমরা দরখাস্তের সাথে সাথে কিভাবে মেনিং করতে হয় সেটাও শিখব আজকের এই পোস্ট থেকে।

তো চলুন দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম জেনে নেওয়া যাক। এসবের সাথে সাথে আমরা কিভাবে লিখতে হয় তার একটা ট্যাবলেট বা নমুনা তোমাদের সাথে শেয়ার করব।

আজকের পোস্ট থেকে আমরা নিচে উল্লেখিত বিষয় গুলো জানবো ।


  • দরখাস্ত লেখার নিয়মকানুন ২০২২
বিভিন্ন বিষয়ে দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম ভিন্ন হলেও মোটামুটি কিছু বিষয় একই রকম থাকে। এই অনুযায়ী মূলত একটি আবেদনপত্র বা বাংলা দরখাস্ত লিখতে হয়। তা হলোঃ
সবার উপরে তারিখ, প্রাপকের (যার কাছে আবেদন করবেন তার) নাম, পদবী ও ঠিকানা লিখতে হবে। নমুনা নিম্নরুপ:
তারিখঃ ১০/০৮/২২ ইং
বরাবর,
প্রধান শিক্ষক
কাট্টলী বহুমুখী উচ্চ বিদ্যালয়
কাট্টলী, কর্নেলহাট, চট্টগ্রাম

তারপর আবেদন পত্রের বিষয় লিখতে হবে।
তারপর সম্ভাষণ তথা জনাব/ জনাবা ইত্যাদি লিখতে হবে।
তারপর আবেদনের বিষয়ে সংক্ষিপ্ত আকারে ও গুছিয়ে গঠনমূলকভাবে বর্ণনা করতে হবে ।
তারপর বিনীত/ইতি লিখে নিচে আপনাকে আবেদনকারীর নাম ও ঠিকানা দিতে হবে।
বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ ইমরান হোসেন
দশম শ্রেণিরোল – ০১
শাখা – কবিজ্ঞান বিভাগ

সর্বশেষ আপনাকে আবেদনের সঠিক তারিখ(যে তারিখে আবেদন পত্রটি জমা দিবেন ওই তারিখ দেওয়ার চেষ্টা করবেন) দিবেন । কেউ কেউ সবার উপরেও তারিখ দিয়ে থাকে।

  1. যে যে কারণে দরখাস্ত লিখতে হয়
  2. চাকরির দরখাস্ত
  3. অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত
  4. জরিমানা মওকুফের জন্য আবেদন
  5. উপবৃত্তির জন্য আবেদন পত্র
  6. ছাড়পত্রের জন্য আবেদন
  7. পত্রিকায় চাকরির জন্য
  8. জেলা প্রশাসকের থেকে সাহায্যের জন্য ইত্যাদি

  • দরখাস্ত বা আবেদন পত্র কি?

দরখাস্ত বা আবেদনপত্র লেখার নিয়ম জানার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন দরখাস্ত বা আবেদন পত্র কি বা কাকে বলে ?

উত্তরঃ যথাযথ কর্তৃপক্ষের কাছে ছুটিবদলিসাহায্য বা কোন পদে নিয়োগপ্রাপ্তির জন্য যে অনুষ্ঠানিক পত্র লেখা হয় তাকে দরখাস্ত বা আবেদন পত্র বলে।

  • দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম
দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম


  • আবেদন পত্র লেখার নিয়ম বাংলা
বাংলা এবং ইংরেজিতে দরখাস্ত লেখার নিয়ম একই । দরখাস্ত যেটা আবেদন পত্রও সেটা তবে চিঠি একটু ভিন্ন । তো আমরা যদি জানতে চাই দরখাস্ত লেখা এবং আবেদন পত্র লেখার নিয়ম কি একই ? উত্তর হবে : জি একই  । আশা করব এটা নিয়ে আর কোন কনফিউশন হবে না ।
  • আবেদনপত্র বা দরখাস্ত লেখার নমুনা
আবেদনপত্র বা দরখাস্ত লেখার নমুনা


  • ছুটির দরখাস্ত লেখার নিয়ম বা ছুটির আবেদন পত্র লেখার নিয়ম
  • অগ্রিম ছুটির দরখাস্ত বা অগ্রিম ছুটির আবেদন পত্র
  • অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত বা অসুস্থতার জন্য ছুটির আবেদন
ছুটির জন্য দরখাস্ত লিখার ক্ষেত্রে আমরা একেক সময় একেক নিয়ম ফলো করি । স্কুল বা কলেজ বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যেভাবে আমরা দরখাস্ত লিখা সেভাবে আমরা চাকরির ক্ষেত্রে দিতে পারি না , এটা অবশ্যই ভিন্ন হয়ে থাকে ।
যেমন : 
তিন দিনের ছুটি চেয়ে আবেদন
অগ্রিম ছুটির জন্য আবেদন
অসুস্থতার জন্য ছুটির আবেদন ইত্যাদি ।

প্রথমেই জানবো তিনদিনের ছুটি বা অগ্রিম ছুটির জন্য আবেদন বা দরখাস্ত কিভাবে লিখতে হয় ।
এটা স্কুল/ কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র হিসেবে ব্যবহার করা যাবে ।

অগ্রিম ছুটির দরখাস্ত বা অগ্রিম ছুটির আবেদন পত্র

অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত বা অসুস্থতার জন্য ছুটির আবেদন


অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত বা অসুস্থতার জন্য ছুটির আবেদন

  • চাকরির দরখাস্ত লেখার নিয়ম বা চাকরির আবেদন লেখার নিয়ম
চাকরির দরখাস্ত লেখার নিয়ম বা চাকরির আবেদন লেখার নিয়ম


  • চাকরির আবেদন পত্র বা চাকরির দরখাস্তের নমুনা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিচে তোমাদের জন্য চাকরির আবেদন পত্র বা দরখাস্তের একটি টেমপ্লেট বা নমনা কপি দেয়া হলো আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে । 

চাকরির আবেদন পত্র বা চাকরির দরখাস্তের নমুনা


  • চাকরির দরখাস্ত লেখার নিয়ম পিডিএফ ডাউনলোড করুন
  • ব্যাংকে ছুটি চেয়ে আবেদন
  • পারিবারিক সমস্যার কারণে অফিসে ছুটির আবেদন
  • প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরির আবেদন
  • জ্বর থাকার কারনে পরীক্ষায় অনুপস্থিতির জন্য দরখাস্ত
  • উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  • সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম
  • অফিসে অগ্রিম ছুটির দরখাস্তের নমুনা
  • জরিমানা মওকুফের জন্য আবেদন
  • ছাড়পত্রের জন্য আবেদন
  • চাকরি ছাড়ার দরখাস্ত
  • অফিসে অগ্রিম ছুটির জন্য আবেদন
  • ইংরেজিতে দরখাস্ত লেখার নিয়ম বা ইংরেজিতে আবেদন পত্র লেখার নিয়ম
  • ইংরেজিতে দরখাস্ত বা আবেদন পত্র লেখার নমুনা
  • ই-মেইল লিখার নমুনা
  • দরখাস্ত লেখার নিয়ম ছবি
  • দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম ভিডিও
  • প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
  • দরখাস্ত বা আবেদন পত্র কি এক পৃষ্ঠায় লিখতে হবে?
  • দরখাস্ত বা আবেদন পত্র কোন ধরনের পৃষ্ঠায় লিখতে হবে?
  • দরখাস্ত বা আবেদন পত্রে অতিরিক্ত কাগজ পত্র কিভাবে যুক্ত করব?
  • দরখাস্তে বা আবেদন পত্রে কি মার্জিন টানা যাবে?
  • দরখাস্ত বা আবেদন পত্র কি হাতের লেখায় লিখতে হবে?
  • শেষ কথা 

দরখাস্ত লেখার নিয়ম ছবি ২০২২

দরখাস্ত লেখার নিয়ম ছবি ২০২২  ১

দরখাস্ত লেখার নিয়ম ছবি ২০২২  ২

দরখাস্ত লেখার নিয়ম ছবি ২০২২  ৩


একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad