৬০,০০০ টাকা বেতনের চাকরি পাচ্ছেন বেসরকারি সংস্থায়



বেসরকারি একটি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এসডিআই) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রজেক্টে লোকবল নেবে। আগ্রহীরা ডাকযোগে বা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর। পদ সংখ্যা: ১। আবেদন যোগ্যতা:  বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ম্যানেজমেন্ট/ অ্যাকাউন্টিং/ ফিন্যান্স/ অর্থনীতি/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ সমাজকর্ম/ সমাজবিজ্ঞান/ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি বা সিএসই/ ইইই/ সিভিল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। 

শিক্ষাজীবনে ১টির বেশি তৃতীয় বিভাগ থাকা যাবে না। এছাড়াও উন্নয়ন সংস্থায় কমপক্ষে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন: বেতন ৬০,০০০ টাকা।

পদের নাম: কেস ম্যানেজমেন্ট অফিসার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম/ সমাজকল্যাণ/ সমাজবিজ্ঞান/ মনোবিজ্ঞান/ ক্লিনিক্যাল সাইকোলজি/ এডুকেশনাল সাইকোলজি/ এডুকেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়।

কোনো উন্নয়ন সংস্থায় কেস ম্যানেজমেন্ট/ সাইকোসোশ্যাল কাউন্সেলিং/ ইনফরমেশন ম্যানেজমেন্ট/ ট্রেনিংয়ে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বয়স: সর্বোচ্চ ৪৫ বছর। বেতন: মাসিক বেতন ৪৫,০০০ টাকা।


পদের নাম: অফিসার (লাইফ স্কিলস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট)। পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ সমাজকর্ম/ সমাজকল্যাণ/ সমাজবিজ্ঞান/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি বা সিএসই/ ইইই/ মেকানিক্যাল/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। 

শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইয়ুথ অ্যান্ড মাইক্রো-এন্ট্রাপ্রেনিউরসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বেতন: মাসিক বেতন ৪৫,০০০ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহীদের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি, মুঠোফোন নম্বর, পূর্ণাঙ্গ সিভিসহ আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে নির্বাহী পরিচালক (সিইও), এসডিআই, বাড়ি নম্বর–২/৪ (চতুর্থ তলা), ব্লক-সি, শাহজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ঠিকানায়। ই-মেইল করা যাবে  sdi.hoffice@gmail.com এই ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২২।

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad