ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ফিল্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি । নিয়োগের সংখ্যা নির্দিষ্ট নয় ।
ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৫৮ সাল থেকে আর্ত-মানবতার সেবায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসাবে ২০১৩ইং সাল থেকে মাঠ পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি জাতীয় পর্যায়ে কর্মরত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত যার সনদ নং-০০১০৯-০২২৪৩-০০৭৪৭ এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত।
বর্তমানে ডিএফইডি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলায় বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখিত জেলাগুলোতে ব্রাঞ্চ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ পর্যায়ের কাজ পরিচালনার জন্য ফিল্ড অফিসার পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে। নির্বাচিত প্রার্থীগণকে সরাসরি মাঠ পর্যায়ে দল গঠণের মাধ্যমে গ্রামীন জনগোষ্ঠীর মধ্যে বিনিয়োগ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
- Job Location: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলা।
Job Responsibilities
- দল গঠন ও পরিচালনা করা;
- সদস্য অন্তর্ভূক্তি;
- বিনিয়োগ প্রস্তাবনা তৈরী ও উপস্থাপন নিশ্চিতকরণ;
- সঞ্চয় ও কিস্তি আদায় ও বিনিয়োগ বিরতণ করা;
- কালেকশনশীট হালনাগাদ করা;
- সদস্য পাশ বই, ডিপিএস পাশ বই, কালেকশনশীট হালনাগাদ রাখা;
- ব্রাঞ্চ ম্যানেজার কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে কর্মসূচি পরিচালনা করা ও মাসিক টার্গেট পুরন করা;
- সংস্থা কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করা;
- সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ, আচরণ বিধি ও প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা;
- জেন্ডার সংবেদনশীল আচরন করা;
- উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময়ে সময়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।
Employment Status
Full-time
Educational Requirements
- যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান পাশ।
Additional Requirements
- Both males and females are allowed to apply
- বয়স সর্বোচ্চ ৩৫ বছর, (অভিজ্ঞদের জন্য বয়স শিথিলযোগ্য);
- আকর্ষণীয় মোটরসাইকেল ভাতার ব্যবস্থা রয়েছে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে;
- নিয়োগ প্রাপ্ত হলে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা নিরাপত্তা জামানত (ফেরৎযোগ্য) সংস্থায় জমাদান বাধ্যতামূলক, তবে ছয় মাসের পূর্বে অর্থাৎ নিয়মিতকরণের পূর্বে চাকুরী ছেড়ে দিলে জামানত অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
Job Location
গাজীপুর, জামালপুর, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পঞ্চগড়, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, মানিকগঞ্জ, যশোর, রাজশাহী, সাতক্ষীরা
Salary
- গ্রেড-৬: প্রারম্ভিক বেতন ১৯,৮০০/-, শিক্ষানবিসিকাল শেষে সর্বসাকুল্যে (গ্রস) বেতন ২৩,৭৬০/-
Compensation & Other Benefits
- এছাড়াও প্রতি কর্মদিবসের জন্য দৈনিক ৭৫/-(পঁচাত্তর) টাকা হারে লাঞ্চ ভাতা, মোবাইল ভাতা এবং মোটরসাইকেল ভাতা (প্রায় ৫,৫০০/- থেকে ৬,৫০০/- পর্যন্ত) প্রাপ্য হবেন;
- শিক্ষানবিসিকাল ০৬ (ছয়) মাস;
- নিয়মিতকরণ করা হলে সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি ও ইনস্যুরেন্স এর সুবিধা পাবেন।
Apply Procedure
পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, ০২ জন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স, ই-মেইল, মোবাইল ফোন নাম্বার ও খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ পূর্বক দরখাস্তসহ পূর্ণ জীবন বৃত্তান্ত আগামী ১৫.০৯.২০২২ইং তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) , বাড়ী নং-৮৫২, সড়ক নং-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে। পরীক্ষার তারিখ, বিভাগ ভিত্তিক পরীক্ষার স্থান ও সময় পরবর্তীতে দরখাস্তে প্রদত্ত মোবাইল ফোনে জানানো হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে।
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই। সেক্ষেত্রে বিকাশ/রকেট/নগদ মোবাইল ব্যাংকিং বা অন্য কোন মাধ্যমে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকুরী প্রার্থীদেরকে পরামর্শ দেয়া হলো।
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই। সেক্ষেত্রে বিকাশ/রকেট/নগদ মোবাইল ব্যাংকিং বা অন্য কোন মাধ্যমে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকুরী প্রার্থীদেরকে পরামর্শ দেয়া হলো।
Application Deadline : 15 Sep 2022