Use of " Having " in English Grammar with Examples
Hope you are well today we will learn a new chapter. The point is, let's start our lesson today with "the use of Having in English grammar."
Having is basically used when you want to say that you are holding something or doing some shopping.
Is having a gerund or participle?
Both “being” and “having” can be used in the gerund form as a noun in the sentence.
From the below point we learn where we can use having in English grammar - so let's start.
Use of 'HAVING"
১. Sub বা কর্তাবিহীন ক্রিয়ার শেষে " ইয়া/ইয়ে/এ" উচ্চারিত হলে এবং একটি কাজের পরে/ফলস্বরূপ আরেকটি কাজ ঘটলে Having ব্যবহৃত হয়।
Structure : Having + V3 + obj, 2nd clause.
a) লন্ডনে গিয়ে, সে একটি ভালো চাকরি পেয়েছে। -- Having gone to London, he has got a good job.
b)ক্রিকেট খেলে/খেলিয়া, সাকিব অনেক টাকা উপার্জন করছে।--Having played cricket, Sakib is earning a lot of money.
c)এ মাসের বেতন পেয়ে, আমি একটি মোবাইল কিনব।--Having got salary in this month, I will buy a mobile.
২. Having is used to mean being/doing.
হওয়ায় /করায় ইত্যাদি বুঝাতেও Having ব্যবহৃত হয়।
Structure :Sub + having + v3 + obj, 2nd clause.
a)মিনা ভালো রেজাল্ট করায়, মিনার বাবা খুশি হয়েছে।--Mina having made a good result, Mina's father has become very happy.
b)সাকিবের বাবা হতাশাগ্রস্ত হওয়ায়, সাকিব তাকে সান্ত্বনা দিচ্ছে। --Sakib's father having been frustrated, Sakib is consoling him.
c)বাংলাদেশ একটা দরিদ্র দেশ হওয়ায়, বাংলাদেশের লোকজন সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছেনা।--Bangladesh having been a poor country, the people of Bangladesh cannot lead their life properly.
৩. Having is used to mean that someone has a problem with something.
কারো কোন কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝাতে ও Having ব্যবহৃত হয়।
Structure :Sub + be verb(am/is/are/was/were) +having problem + Ext.
a)আমার ঘুমের সমস্যা হচ্ছে।--I am having problem with sleep.
b)আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে। -- I am having problem with my mobile.
c)আমি আমার বাইক নিয়ে সমস্যায় পড়েছি। --I am having trouble with my bike.
৪. Having is used to mean having fun or making fun.
মজা বা আনন্দময় সময় কাটানো বোঝাতে Having ব্যবহৃত হয়।
Sub + be verb (am/is/are/was/were)+ having + ext.
a)আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। --I am having a lot of fun learning English.
b)আমি গরিবদের সাহায্যে করে মজা পাচ্ছি। -- I am having a lot of fun helping the poor.
c) আমি খুব ভাল সময় কাটাচ্ছি। --I am having a good time.
এবার আপনি নিজে নিজে বাক্য তৈরির চেষ্টা করুন।