Question: Write a paragraph on 21 February/ International
Mother Language Day. Your paragraph should include the answers to the following
questions.
প্রশ্ন: ২১ ফেব্রুয়ারি/ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটি অনুচ্ছেদ লেখ। আপনার অনুচ্ছেদে নিম্নলিখিত প্রশ্নের উত্তর অন্তর্ভুক্ত করা উচিত।
21st February or International Mother Language Day Paragraph For All Classes
21st February - International Mother Language Day
The 21st of February is a red-letter day in our history. It is observed as Martyr's day or mother language day. Throughout the year,1952 the students and general people of the then East Pakistan protested against the adamant declaration of the Pakistani leaders that Urdu shall be the only state language of Pakistan. The Bengal is composed and protested this unjust imposition and denial of the status of their mother language.
They demanded that Bangla be given the status of the status language. Their protests culminated on 21 February 1952 when the police fired on a procession brought by the students to the Dhaka university campus. Some of the valiant souls –Rafique, Jabbar, Salam, and Barkat were killed. They are the first martyrs in the world for the cause of language. This blood-shedding is the historical 21st of February. Since then the day is being observed as Martyr's day.
Through their sacrifices and blood, the martyrs brought home their demand for the status of the mother language. In recognition of the struggle and sacrifices of the heroic Bengalis, and to promote and sustain every language in the world UNESCO declared 21st February as international mother language day in 1998. Since then the day is observed with honor and solemnity thought-out the world.
Question: Write a paragraph on 21 February/ International Mother Language Day. Your paragraph should include the answers to the following questions.
- How is the day celebrated?
- When are the seeds of the language movement sown?
- What happened immediately after Jinnah's announcement?
- Who has sacrificed their lives to protect the dignity of the mother tongue?
- What is the significance of the day?
21st February - International Mother Language Day
February 21st is a day of red letters in our national life. On this day in 1952, the heroic children of our motherland gave their fresh lives to protect the interests of the mother tongue. Since then we have been celebrating this day as 'Martyr's Day. In 1999, UNESCO declared this day 'International Mother Language Day. This announcement has turned a national celebration into an international event. The UNESCO announcement has added a new dimension to the day.
Today's lesson is that we should all respect the mother tongue of others. Our mother tongue is our unique resource. In the same way, the mother tongue of other people is also invaluable to them.
In a broad sense, the day teaches us to respect the rights of other human beings. On this day the national flag is lowered in half. Some cultural rituals are performed. In the morning, the President, Prime Minister, Members of Parliament, staff of diplomatic missions, and others laid wreaths at the central Shaheed Minar. In this way, they paid homage to those who gave their lives for Bengal.
Throughout the day people go to the Shaheed Minar to pay their respects to the martyrs. Decorative songs are everywhere. It is sung "Ekushey February painted in my brother's blood". Discussions, meetings, cultural events, etc. are held to remember the subject of language. February 21st has become an inspiration for our progress and prosperity.
প্রশ্ন: ২১ ফেব্রুয়ারি/ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটি অনুচ্ছেদ লেখ। আপনার অনুচ্ছেদে নিম্নলিখিত প্রশ্নের উত্তর অন্তর্ভুক্ত করা উচিত।
- দিনটি কীভাবে পালিত হয়?
- ভাষা আন্দোলনের বীজ বপন হয় কবে?
- জিন্নাহর ঘোষণার পরপরই কী ঘটেছিল?
- মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রাণ উৎসর্গ করেছেন কারা?
- দিবসটির তাৎপর্য কী?
২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি লাল অক্ষরের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার স্বার্থ রক্ষায় আমাদের মাতৃভূমির বীর সন্তানেরা নিজের তাজা প্রাণ দিয়েছিলেন। সেই থেকে আমরা এই দিনটিকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করে আসছি। 1999 সালে ইউনেস্কো এই দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। এই ঘোষণা একটি জাতীয় উদযাপনকে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে পরিণত করেছে। ইউনেস্কোর ঘোষণায় দিনটিতে যোগ হয়েছে নতুন মাত্রা।
আজকের শিক্ষা হল আমাদের সকলের উচিত অন্যের মাতৃভাষাকে সম্মান করা। আমাদের মাতৃভাষা আমাদের অনন্য সম্পদ। একইভাবে অন্যান্য মানুষের মাতৃভাষাও তাদের কাছে অমূল্য।
বিস্তৃত অর্থে, দিনটি আমাদের অন্য মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখতে শেখায়। এদিন জাতীয় পতাকা অর্ধ নমিত হয়। কিছু সাংস্কৃতিক আচার অনুষ্ঠান করা হয়। ভোরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, কূটনৈতিক মিশনের কর্মীরা এবং অন্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোড়া অর্পণ করেন। বাংলার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি এভাবে তারা শ্রদ্ধা জানান।
দিনভর মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যান। সর্বত্র শোভাময় গান। গাওয়া হয় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”। ভাষার বিষয় মনে রাখার জন্য আলোচনা, সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি চলে। ২১শে ফেব্রুয়ারি আমাদের অগ্রগতি ও সমৃদ্ধির পথে অনুপ্রেরণা হয়ে উঠেছে।,
Paragraph of International Mother Language Day
Question: Write a paragraph about 'International Mother Language Day ' by answering the following question.
- What do you mean by mother tongue or language?
- Why is the mother tongue or language important?
- What is the historical context of that day?
- What was the UNESCO announcement about the day?
- What day was announced?
International Mother Language Day Paragraph For Class 6, Class 7, Class 8, Class 9
- মাতৃভাষা বা ভাষা বলতে কি বুঝ?
- মাতৃভাষা বা ভাষা কেন গুরুত্বপূর্ণ?
- সেদিনের ঐতিহাসিক প্রেক্ষাপট কী?
- দিবসটি সম্পর্কে ইউনেস্কোর ঘোষণা কী ছিল?
- কোন দিবস ঘোষণা করা হয়েছিল?