বান্দার যে আমলে আল্লাহ বেশি খুশি হন
হজরত নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকালে তিনবার এ দুআটি পাঠ করবে আল্লাহ তায়ালা অবশ্যই কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করবেন।
-মুসনাদে আহমাদ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا
বাংলা উচ্চারণ
রাজিতু বিল্লাহি রাব্বান, ওয়াবিল ইসলামি দীনান, ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান।
বাংলা অর্থ
আমি আল্লাহ তায়ালাকে প্রভু পেয়ে সন্তুষ্ট, ইসলামকে জীবনাদর্শ পেয়ে সন্তুষ্ট ও হজরত মুহাম্মদ (সা.) কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট আছি। রাসূল (সা) বলেছেন, আন্তরিক বিশ্বাসের সাথে কেউ যদি প্রতিদিন সকাল (ফযরের পরে) ও সন্ধ্যায় (আসর বা মাগরিবের পরে) পড়ে — আর সে ঐদিন মারা যায় — ইনশা’আল্লাহ সে জান্নাতে যাবে। (বুখারী, তিরমিযী ৫/৪৬৬) হিসনুল মুসলিম পৃষ্ঠা — ১২৭।
বাংলা উচ্চারণ আল্লাহুম্মা আনতা রাব্বি লা-ইলাহা ইল্লা আনতা, খালাক্বতানি ওয়া আনা আ’বদুক, ওয়া আনা-আ’লা আহ’দিকা ওয়া -ওয়াদিকা মাস্তাতোয়া’ত, আ’উযুবিকা মিন শাররি মা-ছানাআ’ত আবু-উ-লাকা বিনি’মাতিকা আলায়্যা ওয়া-আবু-উ-বি-যামবি, ফাগফিরলী, ফা-ইন্নাহু লা ইয়াগফিরুযযুনুবা ইল্লা-আনতা। (বুখারী)
তাছারা আপনি এই দোয়াটি পড়তে পারেন-
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটি আল্লাহর নিকট অতি প্রিয়,মীযানের পাল্লায় অতি ভারী এবং বহু নেকী পাওয়া যায় ।