সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া ও আমল - 10 Minute Madrasah

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া ও আমল


·       আয়তুল কুরশি: আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্কাইয়্যুম,লা- তাখুজুহু সিনাত্যু ওয়ালা নাউম।লাহু মা ফিসসামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্।মান যাল্লাযী ইয়াশ ফাউ ইনদাহু ইল্লা বি ইজনিহ,ইয়া লামু মা বাইনা- আইদীহিম ওয়ামা খালফাহুম,ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা শা’—-,ওয়াসিয়া কুরসি ইউহুস সামা ওয়াতি ওয়াল আরদ,ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমাওয়াহুয়াল আলিয়্যূল আযী-ম।




·       সাইয়্যিদুল ইসতেগফার:  আল্লা-হুম্মা আনতা রাব্বী, লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনাআবদু, ওয়া আনাআলাআহদিকা ওয়া দিকা মাসতাত্বাতু, ঊযুবিকা মিন শার্রি মা ছানাতু আবূউ লাকা বিনিমাতিকাআলাইয়া ওয়া আবূউ লাকা বিযাম্বী, ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা


·       তওবা: আস্তাগফিরুল্লাহাল্লাযি লা-ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম


·       ইসমে আজম: লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লামিয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ


·       দরুদ : আল্লাহুম্মা সাল্লি , ওয়া সাল্লিম 'লা নাবিয়্যিনা মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

·       আল্লাহুম্মা সাল্লি 'লা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলীহি ওয়াসাল্লিমা তাসলিমা

·       দরুদ :আল্লা-হুম্মা স্বাল্লি আলা মুহাম্মাদিঁউ অআলা -লি মুহাম্মাদ, কামা স্বাল্লাইতা আলা ইবরা-হীমা আলা -লি ইবরা-হীম, ইন্নাকাহামীদুম মাজীদ।

 

·       দরুদ :আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউঅ আলা -লি মুহাম্মাদ, কামা বা-রাকতা আলা ইবরা-হীমা আলা -লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ।

·       কালেমা:  ইসলামের টি কালেমা হলো : বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

·       লা ইলাহ ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

 

·       আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা-শারীকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাছুলুহু

 

·       লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্ দাহু লা-সারিকা লা-হু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহা ওয়া মিতু বি ইয়া সি হিল খাইরু ওয়া-হু-ওয়া -লা কুল্লি শাইয়িন ক্বাদীর।

 

·       কালেমা তামজীদ বাংলা উচ্চারনঃ লা-ইলাহা ইল্লা আনতা নুরাইইয়াহ দিয়াল্লাহু লিনুরিহী মাইয়্যাশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামূল মুরছালীনা খাতামুন-নাবিয়্যীন।

·       আল্লাহুম্মাহ ইন্নী আউযুবিকা মিন্ আন্ উশ্রিকা বিকা শাইআওঁ ওয়া আনা লামু বিহী, ওয়া আস্তাগ্ফিরুকা লিমা লামু বিহী, ওয়ামা লা-লামু বিহী, তুব্তু আন্হু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ্ শিরকি ওয়াল মায়াছী কুল্লিহা, ওয়া আসলামতু ওয়া আমান্তু ওয়া আক্বুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহি।

 

·       হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুয়াল আরশিল আযীম

 

·        শাহাদাত : লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইমিতু ওয়া হুওয়া লা কুল্লি শায়ইন ক্বাদির। 

 

দোয়া-

·       দোয়া: আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়া কিনা আজাবান নার।

 

·       আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কাবরি, ওয়া মিন আজাবিন্নারি, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ্দাজ্জাল।

 

·       সুবহা-নাল্লাহি ওয়া বিহামদিহী, আদাদা খালক্বিহী,ওয়া রিদ্বা-নাফসিহী,ওয়া যিনাতা আরশিহী, ওয়া মিদাদা কালিমা-তিহ্

 

·       আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুল্মান কাসীরাওঁ ওয়ালা ইয়াগ ফিরুয যুনূবা ইল্লা আন্তা; ফাগফির লী মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গফুরুর রাহীম।

 

·       আল্লাহুম্মা জায়ালনি সাবুরা ওয়া জায়অলনি সাকুরা ওয়া জায়ালনি ফি আইনি সগবরা ওয়া ফি আয়য়োনিন্নাসী কাভীর

 

·       রাব্বি লা তাজারনি ফারদাও ওয়া আংতা খায়রুল ওয়ারিছিন।

·       জান্নাতের দোয়া: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম

·       গলার কাটা বের করার দোয়া- ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম

·       রাব্বি হাবলি মিনাছছলিহিন

·       শবে কদরের দোয়া:- আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি

·       ক্ষমা প্রার্থনার দোয়া: রাব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। (সুরা আরাফ, আয়াত : ২৩)

·       দুই সেজদার মাঝের দোয়া: আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি,  ওয়াহদিনি, ওয়ারজুকনি।

·       তারাবি নামাজের মোনাজাত: আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু। আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

·       রাসুল সল্লাল্লাহু আলাইহি সালাম সব সময় যেই দোআ' টি করতেন": আল্লাহুম্মা জায়ালনি ছাবুরা" ওয়া জায়ালনি সাকুরা" ওয়া জায়ালনি ফি আইনি সগিরা" ওয়া ফি" আয়য়োনিন্নাসী কাভীরা"

·       ছোট দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জোয়ালিমিন সুবাহানাল্লাহ,   আলহামদুলিল্লাহ ,   লা ইলাহা ইল্লাল্লাহ,   আল্লাহু আকবর, লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ,সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, রাব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরা, আল্লামা আযিরনা মিনান্নার ,

 

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad