Definition of Sentence? Types of Sentences in English

Sentence কাকে বলে? এবং এর প্রকারভেদ?


 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হল Sentence বা বাক্য। তোমরা হয়তো প্রত্যেকে জানো ইংরেজিতে কথা বলার জন্য অবশ্যই তোমাকে বাক্য সম্পর্কে ধারণা রাখতে হবে তুমি যদি না জানো কিভাবে বাক্য গঠন করতে হয় বা কিভাবে কথা বলতে হয় তাহলে তুমি ইংরেজিকে অনেক কঠিন হিসেবে দেখবে।




তো চলো আমরা জেনে নেই Sentence বাক্য কাকে বলে?

সাধারণত বাক্য হলোঃ অনেকগুলো শব্দ বা একাধিক শব্দ একত্রে বসে যদি মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ কর করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। (In English, A sentence is a set of words which gives a complete idea or sense or meaning.) Complete sense অর্থাৎ মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করতে হবে ।

ইচ্ছামত কোন বাক্য গঠন করলে সেটা সেন্টেন্স হিসেবে বা বাক্য হিসেবে গণ্য হবে না। অবশ্যই বাক্যটি দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেতে হবে।

উদাহরণস্বরূপ বলা যায়,
I eat rice. 
এখানে I হলো Subject, Eat হল Verb আর Rice হল Object।
Sentence-এর সাধারণত দুইটি অংশ থাকে একটি হলো Subject এবং অপরটি হল Predicate।

উদাহরণস্বরূপ উপরের I eat rice. 
এখানে I হল সাবজেক্ট এবং eat rice. অর্থাৎ বাকি অংশ যেটা রয়েছে সেটা হল Predicate .

Definition of Sentence? Types of Sentences in English

Definition of Subject and Predicate

একটি বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোন কিছু বলা বা লিখা হয়ে থাকে তাকে Subject বা কর্তা বলে।
আর Predicate হলো সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা বা লিখা হয় তাকেই বুঝায় ।

অর্থভেদে Sentence কে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে -

2.Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)
3.Imperative sentence (অনুজ্ঞাবোধক বা আদেশসূচক বাক্য)
4.Optative sentence (ইচ্ছাসূচক বাক্য)
5.Exclamatory sentence (আবেগ বা বিস্ময়সূচক বাক্য)

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad