Conditional Sentences - English Grammar Tips-02

 Conditional Sentences

If Clause 

Conditional Sentence Definition: একটি Conditional Sentence Or শর্তসাপেক্ষ বাক্য ইঙ্গিত করে যে অন্য ঘটনা প্রথমে ঘটলে কিছু ঘটবে। অন্য কথায়, একটি পরিস্থিতি এমন অবস্থায় ঘটবে যে অন্য পরিস্থিতি প্রথমে ঘটে। একটি শর্তাধীন বাক্য বাস্তব বা অবাস্তব হতে পারে। 

যদি এটি বাস্তব হয়, তার মানে ভবিষ্যতে ফলাফল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি অবাস্তব হয়, তার মানে একটি নির্দিষ্ট ঘটনা ঘটলে একটি ফলাফল ইতিমধ্যেই ঘটেছে, কিন্তু বাস্তবে, ঘটনাটি ঘটেনি।




Structure - If যুক্ত clause টি  Simple Present Or Present Indefinite tense হলে পরবর্তী clause টি Future indefinite tense এ ব্যবহৃত হয়। -

If + S+ verb1 (present tense) + extension, subject + will \can \may \+ verb in simple form.

এখানে V1 হলো Verb এর Present Form -

যেমন- If the bus arrives soon, we’ll be on time for our meeting.
যদি বাসটি তাড়াতাড়ি আসে, আমরা যথা সময়ে সভায় উপস্থিত হতে পারবো। এটাকে বলা হয় Real Conditional Sentence.


Structure - If যুক্ত clause টি যদি  present tense হয় এবং চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য ও অভ্যাসগত সত্য অর্থ প্রকাশকরে তাহলে পরবর্তী  clause টি  present indefinite  / future   indefinite দুটিই হতে পারে। 


If you heat water, it boils.
যদি পানি গরম করে, তবে ফুটে ওঠে।
If you push the button, it lights up.
আপনি যদি বোতামটি চাপেন তবে এটি আলোকিত হয়।

এবার আমরা দেখব Past Clause কিভাবে করতে হয় ফাস্ট ক্লোজ করার পূর্বে আমাদের জানতে হবে Past Clause এর Structure বা গঠন প্রণালী-

if + past simple, ........would + infinitive

উদাহরণ - If he worked hard, he would shine in life.
এখানে If Clause - Past Indefinite or Simple Paste হওয়ার কারণে, ২য় Clause টাতে Would + Infinitive ব্যাবহার হয়েছে ।

More Example 

If the bus hadn’t already passed by, we would’ve been on time for our meeting.
OR
We would’ve been on time for our meeting if the bus hadn’t already passed by.
If ........ , ....2nd Clause.
2nd Clause If......  .

If যদি পরে বসানো হয় তাহলে Clause শেষে কমা বসে না ।


চলবে ..........
























একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad